অনিয়মের অভিযোগে বিসিসির ৩ কর্মকর্তা বরখাস্ত

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

 প্রভাব খাটিয়ে উচ্চতর স্কেল গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গত রোববার বিকালে তাদের বরখাস্ত করা হয়

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সিটি করপোরেশনের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, বাজার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ নুরুল ইসলাম ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান সাময়িক বরখাস্ত হওয়ার আগে তিন কর্মকর্তাকে নিজ দপ্তর থেকে সরিয়ে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিযুক্ত করে কর্তৃপক্ষ

এদিকে কর্তৃপক্ষের নোটিসের জবাব না দেয়ায় দ্বিতীয়বারের মতো সাবেক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে

গতকাল এসব তথ্য নিশ্চিত করেন বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু

বেলায়েত হাসান বাবলু জানান, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমানের বিরুদ্ধে নিজ পদে থাকাকালে প্রভাব খাটিয়ে উচ্চতর স্কেলে বেতন গ্রহণ, বেতনের সঙ্গে সামঞ্জস্যহীন অর্থ আয় নামে-বেনামে অ্যাকাউন্ট খুলে করপোরেশনের অর্থের কৃত্রিম সংকট সৃষ্টির মতো গুরুতর অভিযোগ রয়েছে এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে

অন্যদিকে বাজার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে নিজ পদে থাকাকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে নামে-বেনামে সিটি করপোরেশনের একাধিক স্টল বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে এছাড়া বরাদ্দবিহীন অনেক স্টল কর্তৃপক্ষের অগোচরে নিজ ইচ্ছায় জনসাধারণের কাছে ভাড়া দিয়ে ভাড়ার টাকা অবৈধভাবে গ্রহণ করে আত্মসাৎ করেন

এছাড়া ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজুর রহমানের বিরুদ্ধে বাজার সুপারিনটেনডেন্ট পদে থাকাকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে সিটি করপোরেশনের একাধিক স্টল বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে

এদিকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে জানা গেছে, বরখাস্তের পাশাপাশি ওই তিনজনের বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা করা হবে না, সে বিষয়ে চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষকে কারণ জানাতে বলা হয়েছে

এদিকে প্রশাসনিক শাখায় যুক্ত থাকা অবস্থায় সাবেক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল মিথ্যা তথ্যের ভিত্তিতে তথ্য কমিশনের শুনানিতে উপস্থিত থাকার জন্য ঢাকা গমনের অফিস আদেশ স্বাক্ষর নেন, যা কর্তৃপক্ষ জানতে পেরে সম্প্র্রতি তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল সে নোটিসের জবাব চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে দেয়ার কথা থাকলেও তা তিনি করেননি অপরাধের জন্য কেন সাবেক জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন