কমিটি নিয়ে দ্বন্দ্ব

পাবনায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

 পাবনায় ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন গত রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে ঘটনা ঘটে

আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান জানান, গত রোববার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের নং ওয়ার্ডের গ্রাম কমিটি গঠনের দিন ধার্য ছিল কমিটি সদস্য নির্বাচন নিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে আমির সোহেল মিলনের সঙ্গে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানের কথাকাটাকাটি হয় একপর্যায়ে মিলন সহযোগীদের নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান এতে ১৫ জন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

বিষয়ে রইচ উদ্দিন খান বলেন, গত রোববার রাতে শান্তিপূর্ণভাবে ওয়ার্ড কমিটি গঠনের কাজ চলছিল সেখানে নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হবে এটাই স্বাভাবিক কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ছেলে মিলন তার সহযোগীদের নিয়ে হামলা করেন তাদের হামলায় অন্তত ১৫-১৬ জন আহত হন 

এদিকে হামলার অভিযোগটি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী তার ছেলে আমির সোহেল মিলন

বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন