রিয়াল-স্পার্সদের ফেরার লড়াই

চলতি চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ ইউরো জায়ান্টদের মধ্যে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), টটেনহাম হটস্পার্স, অ্যাতলেটিকো মাদ্রিদ পিএসজি, ম্যানসিটি বায়ার্নের জন্য চ্যালেঞ্জটা ধারাবাহিকতা ধরে রাখার রিয়াল, টটেনহামের জন্য এটা ঘুরে দাঁড়ানোর মিশন

গ্রুপ -তে রিয়ালের প্রতিপক্ষ গ্যালাতাসারে ম্যাচে নামার আগে রিয়ালে চলছে শনির দশা আগের দুই ম্যাচ থেকে মাত্র পয়েন্ট পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা টেবিলে গ্রুপের তলানিতে রিয়াল লা লিগায় সর্বশেষ ম্যাচে মায়োর্কার কাছে - গোলে হেরেছে জিদান বাহিনী অবস্থায় শিষ্যদের কাছ থেকে ধারাবাহিকতা চান জিদান, সমস্যা হচ্ছে প্রতি তিনদিন পর প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভালো দল এটা খুবই কঠিন হয়ে পড়েছে তবে কিছু জিততে গেলে অবশ্যই ধারাবাহিক হতে হবে গ্যালাতাসারেকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই গ্যালাতাসারের মাটিতে সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে রিয়াল গ্রুপের অন্য ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক মিশন পিএসজির দুই খেলায় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফরাসি জায়ান্টরা

বি গ্রুপে প্রথম দুই ম্যাচ থেকে টটেনহাম পেয়েছে পয়েন্ট চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে বায়ার্নের কাছে - গোলে বিধ্বস্ত হয়েছে গত আসরের রানার্সআপরা ওই ম্যাচের পর প্রিমিয়ার লিগের দুই ম্যাচেও জয়ের দেখা পায়নি টটেনহাম ব্রাইটনের কাছে - গোলে হারের পর ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পচেত্তিনো শিষ্যরা অবস্থায় আজ ঘরের মাঠে বেলজিয়ামের রেডস্টার বেলগ্রেডের মুখোমুখি হবে টটেনহাম দুই খেলায় পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রেড স্টার টানা দুই জয়ে শীর্ষস্থানে বায়ার্ন তাদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোসের ঝুলিতে পয়েন্ট হ্যাটট্রিক জয়ের মিশনে অ্যাওয়ে পরীক্ষা জার্মান জায়ান্টদের

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যেন ম্যানসিটির জন্য এক রহস্যের নাম প্রিমিয়ার লিগে সর্বশেষ দুবারের চ্যম্পিয়ন দলটি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে পেপ গার্দিওলার শিষ্যদের যেন চেনাই যায় না এবার অবশ্য দারুণ শুরু করেছে গার্দিওলা বাহিনী প্রথম দুই ম্যাচ থেকেই জয় তুলে নিয়েছে ম্যানসিটি আজ সি গ্রুপে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ আটলান্টা গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেৎসকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ডায়নামো জাগরেব দুই দলেরই পয়েন্ট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন