শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

কিংসের সামনে গোকুলাম

ক্রীড়া প্রতিবেদক

 টিসি স্পোর্টস ক্লাবকে উড়িয়ে দিয়ে শুরুর চ্যালেঞ্জ উতরে গেছে চট্টগ্রাম আবাহনী শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে দৃষ্টি এবার বসুন্ধরা কিংসের ওপর আজ ভারতীয় ক্লাব গোকুলাম কেরালা এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ তার আগে লড়াইয়ে নামছে আরেক ভারতীয় ক্লাব চেন্নাই সিটি এফসি একই ভেনুতে বিকাল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচে আই লিগে খেলা তামিলনাড়ুর ক্লাবটির প্রতিপক্ষ মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি

বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনের দৃষ্টিতে প্রতিযোগিতা নতুন মৌসুমের অ্যাসিড টেস্ট দেশী-বিদেশী একঝাঁক তারকা রয়েছে স্প্যানিশ কোচের হাতে, যা নিয়ে রোমঞ্চিত ৪২ বছর বয়সী ব্রুজোন, গত মৌসুমের সঙ্গে তুলনা করলে এবার আমার দল আরো শক্তিশালী অনুশীলনে দলের সদস্যদের দেখে আমি রোমাঞ্চিত আমরা সামনের দিকে দৃষ্টি দিতে চাই

ঢাকা আবাহনী নাম প্রত্যাহার করে নেয়ায় গোকুলাম কেরালা এফসিকে আমন্ত্রণ জানানো হয়েছে গতকাল চট্টগ্রামে এসে পৌঁছান দলের সদস্যরা সেমিফাইনাল ফাইনালে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কেরালার দলটি তাদের রক্ষণ উইং নিয়ে নিজ দলকে সতর্ক করলেন কোচ ব্রুজোন

প্রতিপক্ষ সম্পর্কে কোচ বলেছেন, তাদের দুর্ভেদ্য রক্ষণ গতিশীল উইং রয়েছে আশা করছি, আমরা গোকুলাম খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখতে পারব দলটি কঠিন তার পরও আমরা এখানে এসেছি ম্যাচ নিয়ন্ত্রণ করতে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে

বিজেএমসির এলিটা কিংসলে কিংসের হয়ে খেলবেন দলে রয়েছেন কোস্টারিকার বিশ্বকাপ দলের সদস্য দানিয়েল কলিন্দ্রেস কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার দুইশোবেকভ নতুন মৌসুমের জন্য দলভুক্ত হয়েছেন লেবানন জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ জালাল ফরোয়ার্ডকে নিয়ে উচ্চকণ্ঠ বসুন্ধরা কোচ তার কথায়, মোহাম্মদ জালাল আদর্শ নাম্বার-নাইন হতে যাচ্ছে সন্দেহাতীতভাবে সে হতে যাচ্ছে বড় চমক কেবল প্রতিযোগিতার জন্য নয়, বরং আসন্ন মৌসুমের জন্য আশা করি, আগামী তিন-চার মাসের মধ্যে তাকে দেশে খেলা সেরা স্ট্রাইকার হিসেবে দেখবেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন