পাকিস্তান টি২০ ও টেস্ট দল

নতুন মুখের ছড়াছড়ি

সরফরাজ আহমেদ শুধু নেতৃত্বই হারাননি, পাকিস্তান টি২০ টেস্ট স্কোয়াড থেকেও বাদ পড়লেন অস্ট্রেলিয়া সফর সামনে রেখে গতকাল প্রধান নির্বাচক কোচ মিসবাহ-উল-হক যে দল ঘোষণা করেছেন, তাতে নতুন মুখের ছড়াছড়ি বাবর আজম আজহার আলিকে অধিনায়ক করে টি২০ টেস্ট স্কোয়াড ঘোষণা করেন মিসবাহ

টি২০ টেস্ট উভয় স্কোয়াডে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী সিমার মোহাম্মদ মুসা খান টি২০ দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ২৪ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান খুশদিল শাহ সদ্যপ্রয়াত কিংবদন্তি স্পিনার আবদুল কাদিরের ছেলে ২৬ বছর বয়সী লেগ-স্পিনার উসমান কাদির আজহারের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টি, যিনি কায়েদ--আজম ট্রফিতে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি এবং ১৬ বছর বয়সী ফাস্ট বোলার নাসিম শাহ, যিনি গত বছর কায়েদ--আজম ট্রফিতে অভিষেক ম্যাচে নেন উইকেট

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি২০ সিরিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান নভেম্বর সিডনিতে প্রথম টি২০ ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে দুই দলের ক্রিকইনফো

টি২০ দল: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, উসমান কাদির ওয়াহাব রিয়াজ

টেস্ট দল: আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, ইফতিখার আহমেদ, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ইয়াসির শাহ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন