হোয়াইটওয়াশের মুখে প্রোটিয়ারা

রাঁচিতে তৃতীয় শেষ টেস্টে মাত্র তিনদিনেই হারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ভারতের প্রথম ইনিংসের (৪৯৭/ ডি.) জবাবে ফলোঅনে পড়া প্রোটিয়ারা ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও উইকেট হারায় মাত্র ১২১ রানে দিন শেষে তাদের সংগ্রহ ১৩২/ ইনিংস হার এড়াতে এখনো তাদের প্রয়োজন ২০৩ রান আর প্রোটিয়াদের হোয়াইটওয়াশের স্বাদ দিতে ভারতীয়দের তুলে নিতে হবে মাত্র উইকেট

এর আগে বিশাখাপত্নমে ২০৩ রানে পুনেতে ইনিংস ১৩৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা রাঁচিতেও ঘুরে দাঁড়াতে পারেনি ফাফ ডু প্লেসির দল টেস্টে বরং আরো বেশি বিপর্যস্ত তারা রোহিত শর্মার ২১২ রানের হার না মানা ইনিংসে ভর দিয়ে ভারত ৫০০ ছুঁই ছুঁই সংগ্রহ দাঁড় করায় জবাবে দ্বিতীয় দিন শেষ বিকালে ডিন এলগার কুইন্টন ডি কককে হারায় প্রোটিয়ারা গতকাল ভারতের গতি স্পিনের সাঁড়াশি আক্রমণের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬২ রানে থামে অতিথি দলটি ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি আফ্রিকানরা ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন