ম্যানইউর রক্ষণাত্মক খেলায় ক্ষুব্ধ ক্লোপ

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের উত্তাপ ছড়ানো লড়াই - গোলে ড্র হয় প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এই প্রথম পয়েন্ট হারাল লিভারপুল সংগত কারণেই ড্রয়ে হতাশ দলটির কোচ ইয়ুর্গেন ক্লোপ তার হতাশা ক্ষোভে রূপ নেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ম্যানইউর গোলটি বাতিল না করায় এবং ম্যানইউর অতিরক্ষণাত্মক খেলায়

মার্কাস র‌্যাশফোর্ডের বিতর্কিত গোলে লিড নেয় ম্যানইউ তবে অ্যাডাম লালানার শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে জেতা হয়নি রেড ডেভিলদের ড্রয়ের পরও ম্যানচেস্টার সিটির চেয়ে পয়েন্টে এগিয়ে থাকল লিভারপুল তবে ক্লোপ মনে করেন, টেবিলের ১৩ নম্বরে থাকা ম্যানইউর যন্ত্রণা আরো দীর্ঘ করার সুযোগ হারিয়েছে তার দল জার্মান কোচ বলেন, সত্যি বলতে কি, সবকিছু আমাদের বিপক্ষেই গেছে এমনকি প্রথমার্ধে আমাদের নিজেদের পারফরম্যান্সও

র‌্যাশফোর্ডের গোলের আগে ডিভোক ওরিগিকে ফাউল করেন ম্যানইউর ভিক্টর লিন্ডেলফ ফাউলে ভিএআর র‌্যাশফোর্ডের গোল বাতিল না করায় ক্ষুব্ধ হন ক্লোপ ম্যাচ শেষে তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত ছিলাম, ভিএআর এটি বাতিল করবে কিন্তু ভিএআর বলল, ফাউল কিনা তা পরিষ্কার নয় আসলে এটি এমনই একটি বিষয়, যা নিয়ে সিদ্ধান্ত দিতে পারত শুধুই ভিএআর লিভারপুলের সাদিও মানের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল করে ভিএআর

ম্যানইউর রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ক্লোপ বলেন, আমরা বছর, গত বছর তার আগের বছর যখনই এখানে এসেছি, তারা স্রেফ রক্ষণ করে গেছে এটা সমালোচনা নয়, সত্য মাত্র তবে কোনো অজুহাত নয়, আমাদের আরো ভালো করার প্রয়োজন ছিল আমরা ভালো একটি দল, কাজেই মানুষ প্রশ্ন করবে, তারা কীভাবে আমাদের থামিয়ে দিল

পরশু ড্রর পরও ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল সমান ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সিটির সংগ্রহ ১৯ পয়েন্ট আর ম্যানইউ মাত্র দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে

পরশু ইতালির সিরি- লিগে লাউতারো মার্টিনেজ রোমেলু লুকাকুর জোড়া গোলে ভর নিয়ে সাসুওলোকে - গোলে হারিয়েছে ইন্টার মিলান লেচ্চের সঙ্গে - গোলে ড্র করে এসি মিলান, আর রোমা গোলশূন্য ড্র করে সাম্পদোরিয়ার সঙ্গে রাউন্ড শেষে জুভেন্টাস (২২) ইন্টার মিলানের (২১) মাত্র পয়েন্টের ব্যবধান এএফপি, বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন