জরুরি অবস্থার সময় বাড়ল

চিলিতে বিক্ষোভ সহিংসতায় নিহত ৭

বণিক বার্তা ডেস্ক

 চিলিতে মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যমান অসমতার বিরুদ্ধে চলতে থাকা গণ-আন্দোলনের দ্বিতীয় রাতে কারফিউ ভঙ্গ করেছে আন্দোলনকারীরা রোববার আন্দোলন চলাকালীন রাজধানী সান্তিয়াগোর অদূরে একটি গার্মেন্ট কারখানায় দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দিলে এতে দগ্ধ হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে এতে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে রোববার রাতে জরুরি অবস্থা আরোপের সীমা রাজধানীর উত্তর দক্ষিণাঞ্চলে বিস্তৃত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা খবর বিবিসি রয়টার্স

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস চ্যাডউইক জানান, বিক্ষোভ সংশ্লিষ্টতায় অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে তবে তিনি বিষয়ে বিস্তারিত কিছু জানাননি

সান্তিয়াগোর সেনা সদর দপ্তর থেকে রোববার গভীর রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট পিনেরা বলেন, আমরা একটি শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়াই করছি, যারা সীমাহীন সহিংসতা প্রয়োগে আগ্রহী

শনিবারের জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি নিশ্চিত করে তিনি সান্তিয়াগোর উত্তর দক্ষিণাঞ্চলে তা ব্যাপৃত করার বিষয়টি নিশ্চিত করেন

গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দুই সপ্তাহ আগে বিক্ষোভের সূচনা করে ছাত্ররা পরবর্তী সময়ে তা জীবনযাপনের ব্যয় বৃদ্ধি অব্যাহত অসমতা বৃদ্ধির বিরুদ্ধে গিয়ে ঠেকে রোববার তা সহিংসতায় রূপ নেয় এবং হতাহতের ঘটনা ঘটে

বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পুলিশ কাঁদানে গ্যাস জলকামান ব্যবহার করেছে এবং প্রধান শহরগুলোয় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে প্রায় ১০ হাজার ৫০০ সেনা পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে হাজার ৪০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে

সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ৭০টির মতো মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে সুপারমার্কেট অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে ৪০টির মতো লুটপাটের ঘটনা রয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছে বলেও জানা গেছে

রোববার বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি শহরে বাসে আগুন ধরিয়ে দেয়, মেট্রোস্টেশনে ভাংচুর চালায় এবং দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা সান্তিয়াগো, ভালপ্যারাইসো, ককুইম্বু বিওবিওতে নৈশকালীন কারফিউ ঘোষণা করা হয়

এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি চিলি অঞ্চলের সবচেয়ে সম্পদশালী দেশ হওয়ার পরও সবচেয়ে বেশি অসমতা চিলিতে বিদ্যমান তাই আন্দোলনকারীদের পক্ষ থেকে অনতিবিলম্বে অর্থনৈতিক সংস্কারের দাবি তোলা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন