ইন্দোনেশিয়ার পাম অয়েল

উৎপাদন কমলেও চাঙ্গা রফতানি

বণিক বার্তা ডেস্ক

পাম অয়েল উৎপাদন রফতানিকারক দেশের বৈশ্বিক তালিকায় ইন্দোনেশিয়ার অবস্থান শীর্ষে। চলতি বছরের আগস্টে দেশটির পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় কমেছে। তবে সময়ে পণ্যটির রফতানিতে চাঙ্গা ভাব বজায় ছিল। খবর রয়টার্স বিজনেস রেকর্ডার।

আগস্টে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে ২৯ লাখ টন পাম অয়েল রফতানি হয়েছে, যা আগের মাসের তুলনায় শতাংশ বেশি। জুলাইয়ে দেশটি থেকে পণ্যটির রফতানির পরিমাণ ছিল ২৭ লাখ টন। অর্থাৎ এক মাসের ব্যবধানে রফতানি বেড়েছে দুই লাখ টন।

খাতসংশ্লিষ্ট বিশ্লেষক ফাদিল হাসান বলেন, মূলত চীন ইন্দোনেশিয়া থেকে পাম অয়েলের আমদানি বাড়িয়েছে। কারণেই দেশটি থেকে পণ্যটির রফতানিতে চাঙ্গা ভাব বজায় রয়েছে।

এদিকে আগস্টে ইন্দোনেশিয়া মোট ৪৩ লাখ টন পাম অয়েল উৎপাদন করেছে। আগের মাসে উৎপাদিত হয়েছিল ৪৪ লাখ টন। সে হিসাবে এক মাসের ব্যবধানে পণ্যটির উৎপাদন কমেছে এক লাখ টন। সময় দেশটিতে খাবার জ্বালানি হিসেবে পণ্যটির ব্যবহার হয়েছে ১৫ লাখ ১০ হাজার টন। এছাড়া আগস্টের শেষে দেশটিতে পাম অয়েলের মজুদ দাঁড়িয়েছে ৩৮ লাখ ১০ হাজার টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন