টমাস কুক ইন্ডিয়ার ব্যবসা বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ব্রিটিশ ট্রাভেল জায়ান্ট টমাস কুক বন্ধ হয়ে গেছে। কিন্তু ভারতে টমাস কুক ইন্ডিয়ার ব্যবসা বেড়েছে। টমাস কুক ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রমোদ ভ্রমণ) রোমিল পন্থ জানিয়েছেন, ভারতে তাদের ব্যবসা বাড়ছে এবং অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ব্যবসার লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ এরই মধ্যে পূরণ হয়ে গেছে। পুরো ভারতে সংস্থাটির ব্যবসা বেড়েছে ১৫ শতাংশ এবং পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতে বেড়েছে ২৫ শতাংশ। খবর মানিকন্ট্রোল।

রোমিল পন্থ জানিয়েছেন, টমাস কুক ইউকের সঙ্গে টমাস কুক ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই। টমাস কুক ইন্ডিয়া একেবারেই আলাদা একটি সংস্থা এবং ভারত হংকং বাজারে ব্র্যান্ড ২০২৫ পর্যন্ত ব্যবহার করার অধিকার তাদের রয়েছে। ওই সময়ের পর টমাস কুক ইন্ডিয়া ব্র্যান্ড বদলাবে কিনা, তা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করবে বলে জানিয়েছেন রোমিল। তিনি আরো জানিয়েছেন, পূর্ব ভারত থেকে আন্তর্জাতিক দেশের মধ্যে বিভিন্ন গন্তব্যে ব্যবসা বেড়েছে যথাক্রমে ২৫ ২১ শতাংশ। দীপাবলি মৌসুমে ১৫ শতাংশ ব্যবসা বাড়বে বলে আশা করছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন