ধর্মঘটে ক্রিকেটাররা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি

বণিক বার্তা অনলাইন

ক্রিকেটারদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কোন ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না বলেও জানিয়েছেন তারা।

আজ সোমবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সংবাদ সম্মেলন ডেকে এমন ঘোষণা দেন ক্রিকেটাররা। মুখপাত্র হিসেবে গণমাধ্যমে কথা বলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি সাকিব আল হাসান। এরপর দাবিগুলো একজন একজন করে এসে একটি একটি করে দাবি উত্থাপন করেন। এসময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, এনামুল হক জুনিয়র, বিজয়, জুনায়েদ সিদ্দিক, ফরহাদ রেজারাসহ জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার উপস্থিত ছিলেন।

অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আসন্ন। এ যুক্তিতে তাদের এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই এই ধর্মঘটের অন্তর্ভূক্ত এবং সেটা আজ থেকে। জাতীয় লিগ থেকে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেট বলেন, জাতীয় দলের প্রস্তুতি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন সবগুলোই এর অন্তর্ভুক্ত। আলোচনা সাপেক্ষে অবশ্যই সবকিছুর সমাধান হবে। দাবিগুলো যখন মানা হবে তখন আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব।’

সবার মতো তারাও ক্রিকেটের উন্নতি চান উল্লেখ করে সাকিব বলেন, ‘এখানে একটা ক্রিকেটার কেউ তিন-চার বছর খেলবে, কেউ দশ বছর আছে। যারা ভবিষ্যতে আসবে, তাদের জন্য আমরা একটা ভালো পরিবেশ রেখে যেতে চাই যেখান থেকে বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যাবে।’

ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাকিব। তিনি বলেন, ‘বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক সময়ই এসেছে যে, আমাদের মানটা আসলে কোন পর্যায়ের। ম্যাচে যাওয়ার আগেই অনেক সময় জেনে যায় যে, কোন দল জিতবে আর কোন দল হারবে। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এই জিনিসগুলো ঠিক করা আসলে খুবই জরুরি বলে আমরা মনে করি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন