বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরের যেসব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সেসব জায়গার জলাবদ্ধতা নিরসনে বর্ষার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওয়াসাকে সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি ফিরোজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ইসমাত আরা সাদেক, মাহবুব-উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম মুহিবুর রহমান।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ওয়াসার মাধ্যমে পাইপলাইনে সরবরাহকৃত পানি মানুষ যাতে সরাসরি পান করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে ওয়াসার কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ১৮টি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ওয়াসা দাবি করে, যেসব প্রতিবেদন গণমাধ্যমে এসেছে সেগুলো সঠিক নয়। এসব প্রতিবেদনের বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। তখন কমিটি জানতে চেয়েছে, কতটি প্রতিবাদ ছাপা হয়েছে। এর কোনো সদুত্তর ওয়াসা দিতে পারেনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন