ওয়ার্নারকে আনতে চায় ম্যানইউ

চলতি মৌসুমটা বেশ বাজেভাবে পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের তো বটেই, ইউরোপের অন্যতম সেরা ক্লাবগুলোর একটি ম্যানইউ। এক সময়ের ক্লাবটি এখন একেবারেই ছন্নছাড়া হয়ে পড়েছে। প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ হেরে এখন বেশ নিচের দিকেও নেমে গেছে তারা। তবে জায়ান্ট ক্লাবটি এখন যেকোনো উপায়ে দুঃসময় ভুলে ঘুরে দাঁড়াতে চায়। তারা চাইছে শিরোপা লড়াইয়ে ফিরতে। সেজন্য অবশ্য দলে নতুন খেলোয়াড় ভেড়ানোর দিকেও মনোযোগ দিচ্ছে ক্লাবটি। বিশেষ করে স্ট্রাইকিং লাইনে নতুন খেলোয়াড় আনার ব্যাপারে আগ্রহী তারা। জানা গেছে, তাদের বিবেচনায় উপরের দিকেই আছেন লিপজিগের তারকা স্ট্রাইকার টিমো ওয়ার্নার। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স দিয়ে আলো ছড়ানো জার্মান তারকাকে দলে ভেড়াতে চায় ম্যানইউ। সেভাবে প্রস্তুতিও নিতে শুরু করেছে তারা।

বর্তমানে চাপের মুখে থাকা ম্যানইউ বস ওলে গুনার সোলশার দলের অবস্থান পরিবর্তনে ওয়ার্নারকে দলে আনতে আগ্রহী বলে খবর প্রকাশিত হয়েছে। তবে মাত্র ২৩ বছর বয়সী তারকাকে দলে টানাটা সহজ হবে না ম্যানইউর জন্য। কারণ সাম্প্রতিক সময়ে দারুণ নৈপুণ্য দেখানো ওয়ার্নারকে পেতে এরই মধ্যে বেশ কয়েকটি জায়ান্ট ক্লাব আগ্রহী বলে জানা গেছে। এর আগে ম্যানইউর অন্যতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলও ওয়ার্নারকে দলে আনতে চায় বলে জানা গেছে। বিশেষ করেঅল রেডবস ইয়ুর্গেন ক্লোপও মুগ্ধ ওয়ার্নারে। সেক্ষেত্রে তিনিও হয়তো জার্মান তারকাকে পাওয়ার জন্য রেসে নামতে পারেন।

গত তিন মৌসুমে লিপজিগের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৪ ম্যাচে ৬৮ বার লক্ষ্যভেদ করেছেন ওয়ার্নার, যা খুব সহজেই সবার নজরে নিয়ে এসেছে তাকে। অবশ্য মাত্র কিছুদিন আগেই লিপজিগের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ওয়ার্নার। সেখানে অবশ্য রিলিজ ক্লজ ধরা হয়েছে বেশ কম (৩০ মিলিয়ন ইউরো) পাশাপাশি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আগ্রহও হয়তো ওয়ার্নারকে অনুপ্রাণিত করতে পারে নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য।

এদিকে ম্যানইউ বস সোলশার দলের চলমান বিপর্যয়ের মাঝে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার দলে দুয়েকজন খেলোয়াড়ের কমতি আছে। আর জানুয়ারিতেই সেই অভাব দূর করতে চান তিনি। তিনি বলেন, ‘অবশ্যই আমরা দুয়েকটি নতুন সাইনিং করতে চাই। যদি সঠিক ব্যক্তিটিকে জানুয়ারিতে পাওয়া যায়, তবে আমরা এগিয়ে যাব।জানা গেছে, সেক্ষেত্রে তার আগ্রহের কেন্দ্রে থাকা খেলোয়াড়দের অন্যতম হলেন ওয়ার্নার। অবশ্য সেক্ষেত্রে যদি লিভারপুল বা অন্য কোনো শীর্ষ পর্যায়ের ক্লাব রেসে নামে, তবে সোলশারের জন্য কাজটা একেবারেই সহজ হবে না।

এর আগে ২০১৩-১৬ সাল পর্যন্ত স্টুটগার্টের হয়ে খেলেন ওয়ার্নার। পরে ২০১৬ সালে তিনি যোগ দেন লিপজিগে। এর মাঝে ২০১৭ সালে জাতীয় দলের হয়েও অভিষেক হয়েছে তার। এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন