খুলনায় হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

খুলনায় কালু খাঁ হত্যা মামলার রায়ে নিহতের ভগ্নিপতি আমিনুর খাঁকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। গতকাল খুলনার জেলা দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী রায় দেন। আমিনুর খাঁর বাড়ি তেরখাদা উপজেলার কুশল গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, তেরখাদা উপজেলার কুশল গ্রামের কালু খাঁর ছোট বোন হেলেনা বেগমের সঙ্গে একই এলাকার আমিনুর খাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে আমিনুর হেলেনা বেগমকে নানাভাবে নির্যাতন করতেন। কারণে ২০১৭ সালের আগস্ট হেলেনা বেগম বাবার বাড়ি চলে যান। পরদিন আমিনুর খাঁ নিজেই হেলেনা বেগমকে ফিরিয়ে আনতে সেখানে গেলে কালু খাঁর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে আমিনুর কালুর ওপর কুড়াল নিয়ে হামলা চালান। সময় কালুর স্ত্রী খাদিজা বেগমও আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর কালু খাঁ মারা যান। ঘটনায় ১০ আগস্ট নিহত কালু খাঁর ছেলে আশানুর খাঁ বাদী হয়ে তেরখাদা থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন