নতুন ঘর পেল চৌদ্দগ্রামের ২৯৯ পরিবার

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

সরকারি অর্থায়নে নির্মিত ঘর বুঝে পেল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গৃহহীন ২৯৯ পরিবার। গত দুদিনে স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুল হক তাদের কাছে এসব ঘর হস্তান্তর করেন।

জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়ণ--এরযার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণপ্রকল্পের আওতায় ২৯৪টি ঘর নির্মাণ করা হয়। এছাড়া টিআর কাবিটা কর্মসূচির আওতায়গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পেরআওতায় উপজেলায় পাঁচটি ঘর নির্মাণ করা হয়। গতকাল গত শনিবার উপকারভোগীদের এসব ঘর বুঝিয়ে দেয়া হয়।

গত শনিবার সরকারি অর্থে নির্মিত ঘর বুঝে পেয়েছেন বীরাঙ্গনা আফিয়া খাতুন খঞ্জনী। এর আগে ২০১৫ সালে সরকারিভাবে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামে তাকে পাঁচ শতক জমি দেয়া হয়। বীরাঙ্গনা আফিয়া খাতুনের মেয়ে রোকসানা খাতুন বলেন, বঙ্গবন্ধুর মেয়ে শেখ    হাসিনা আমার মাকে অনেক সম্মান দেখিয়েছেন। আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ।

স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে উন্নয়নের ধারাবাহিকতায় চৌদ্দগ্রামও অনেক এগিয়েছে। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুতায়নসহ সবক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। উপজেলার গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া মোট ২৯৯টি নতুন ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন