ইউআইটিএসে নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীর বারিধারাসংলগ্ন ভাটারার মধ্য নয়ানগরে অবস্থিত দেশের প্রথম তথ্য প্রযুক্তিভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি

অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শরত্কালীন সেমিস্টার ২০১৯-এর নবীনবরণ ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান . সুলতান আহমেদ। প্রধান আলোচক ছিলেন ইউআইটিএসের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা . কেএম সাইফুল ইসলাম খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী . মোহাম্মদ কায়কোবাদ, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক . মো. মাজহারুল হক, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক . সিরাজ উদ্দিন আহমেদ স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন . আরিফাতুল কিবরিয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ। ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক . এসআর হিলালী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানসহ বিশিষ্ট শিক্ষাবিদ, ইউআইটিএসের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার খান মুক্তি ইংরেজি বিভাগের প্রভাষক মিজানুর রহমান বাবু।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন