ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড

রূপান্তরের বিপক্ষে মত দিয়েছে এলআর গ্লোবাল

নিজস্ব প্রতিবেদক

মেয়াদি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের তিন-চতুর্থাংশ ইউনিটহোল্ডারের দাবির পরিপ্রেক্ষিতে ফান্ডটিকে বে-মেয়াদিতে রূপান্তরের আনুষ্ঠানিকতা শুরু করতে সম্প্রতি সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে চিঠি দিয়েছিল ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) ট্রাস্টির চিঠির জবাবে সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল ফান্ডটির রূপান্তরের বিপক্ষে মত দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিষয়ে আবারো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দ্বারস্থ হয়েছে ফান্ডটির ট্রাস্টি বিজিআইসি।

জানতে চাইলে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী বণিক বার্তাকে বলেন, এলআর গ্লোবালের কাছে আমরা যে চিঠি পাঠিয়েছিলাম তারা সেটির জবাব দিয়েছে। তারা বলছে যেহেতু এরই মধ্যে ফান্ডটির মেয়াদ আরো ১০ বছর বাড়ানো হয়েছে, সেহেতু তারা ফান্ডের রূপান্তর চায় না। অন্যদিকে বিএসইসির মিউচুয়াল ফান্ড রূপান্তর-সংক্রান্ত নির্দেশনা অনুসারে ফান্ডের রূপান্তর প্রস্তাব সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের পর্ষদে অনুমোদনের কথা বলা হয়েছে। তাই আমরা বিএসইসির কাছে সংশ্লিষ্ট নির্দেশনা পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চাইব। এরই মধ্যে গতকাল আমরা কমিশনের কাছে -সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছি। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে বিষয়ে বিএসইসির একজন কর্মকর্তা জানান, আমরা ট্রাস্টিকে এরই মধ্যে সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণের পরামর্শ দিয়েছি। তার পরও যদি আইনি কোনো বিষয় থাকে, আমরা সেটি বিবেচনা করব।

প্রসঙ্গত, বছরের ২৩ আগস্ট সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত ছয় মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছরের জন্য বাড়ানো হয়। এর মধ্যে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের মেয়াদ ২০৩২ সালের ২৩ মে, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ২০৩১ সালের জানুয়ারি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০৩১ সালের ফেব্রুয়ারি, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ২০৩১ সালের ১৮ সেপ্টেম্বর, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ২০৩০ সালের ২৭ সেপ্টেম্বর ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ ২০৩০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

মেয়াদ বাড়ানোর পর ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭৮ দশমিক

৪২ শতাংশ ইউনিটহোল্ডারের পক্ষ থেকে ফান্ডটিকে বে-মেয়াদিতে রূপান্তরের জন্য ইউনিটহোল্ডার সভা আহ্বানের জন্য ট্রাস্টির কাছে

চিঠি পাঠানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাস্টি কমিশনের কাছে করণীয় জানতে চেয়ে চিঠি পাঠায়। ট্রাস্টির চিঠির জবাবে কমিশন থেকে বিদ্যমান বিধি অনুসারে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়। কমিশনের কাছ থেকে পরামর্শ পাওয়ার পর সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কাছে বিষয়ে মতামত জানতে চেয়ে চিঠি দেয় ট্রাস্টি। আর সেই চিঠির জবাবে সম্পদ ব্যবস্থাপক ফান্ডটির রূপান্তরের বিপক্ষে মত দিয়েছে।

ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, ডিবিএইচ, আইডিএলসি ইনভেস্টমেন্ট, সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ইউসিবি, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, এজ অ্যাসেট ম্যানেজমেন্ট আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

এলআর গ্লোবাল পরিচালিত মেয়াদি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বাজারমূল্যে বর্তমানে ফান্ডটির আকার ১১৮ কোটি ৩১ লাখ টাকা। সর্বশেষ গতকাল ফান্ডটির প্রতি ইউনিট টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। এক বছরে ফান্ডটির ইউনিট সর্বোচ্চ ১০ টাকা এবং সর্বনিম্ন টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। বর্তমানে ফান্ডটির উদ্যোক্তাদের কাছে ১৬ দশমিক ৬৭ শতাংশ, প্রতিষ্ঠান ৬০ দশমিক

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন