ঝুঁকিতে ১০ স্মার্টফোন ব্যবহারকারী

গুগলের নিরাপত্তা গবেষকরা অ্যান্ড্রয়েডের কার্নেল কোডে একটি ত্রুটি শনাক্তের দাবি করেছেন। যে কারণে স্যামসাং, শাওমি, অপো, হুয়াওয়ের পাশাপাশি গুগলের নিজস্ব পিক্সেল ব্র্যান্ডেরসহ মোট ১০টি স্মার্টফোন ব্যবহারকারী নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা এসব স্মার্টফোনে রুট অ্যাকসেস পেতে পারেন। যে কারণে ডিভাইসের নিয়ন্ত্রণ তথ্য বেহাত হতে পারে। অ্যান্ড্রয়েডের কার্নেল কোডে ত্রুটির কারণে যেসব স্মার্টফোন ব্যবহারকারী নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, সে ডিভাইসগুলো নিয়ে আয়োজনের আজ শেষ পর্ব

রেডমি ৫এ

 

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কার্নেল কোডে নিরাপত্তা ত্রুটির কারণে ঝুঁকিতে রয়েছেন শাওমি রেডমি ৫এ স্মার্টফোন ব্যবহারকারীরা। ২০১৭ সালের ডিসেম্বরে বাজারে ছাড়া হয় শাওমির স্মার্টফোন। ডিভাইসটি অ্যান্ড্রয়েড .. নূগাটের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০ ইন্টারফেসসহ বাজারে

সরবরাহ করা হয়েছিল।

রেডমি নোট

 

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাজারে ছাড়া হয় রেডমি নোট ৫। অ্যান্ড্রয়েড .. নুগাটের ওপর ভিত্তি করে তৈরি কাস্টম এমআইইউআই চালিত ডিভাইসটির ব্যবহারকারীরাও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। বিশ্বব্যাপী কত ইউনিট রেডমি নোট ব্যবহার হচ্ছে, তা নিশ্চিত করা হয়নি। তবে ডিভাইসটির ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেম হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।

মি এ১

 

২০১৭ সালের সেপ্টেম্বরে বাজারে আসা শাওমি মি এ১ স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা ত্রুটি বিষয়ে সতর্ক করেছেন গুগলের গবেষকরা। অ্যান্ড্রয়েড .. চালিত ডিভাইসে অ্যান্ড্রয়েড . অপারেটিং সিস্টেম পর্যন্ত হালনাগাদ সুবিধা রাখা হয়েছে। অ্যান্ড্রয়েডের কার্নেল কোডে ত্রুটির কারণে ডিভাইসটির অসংখ্য ব্যবহারকারী নিরাপত্তা ঝুঁকিতে আছেন। ব্যবহারকারীদের সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।

অপো এ৩

 

গত বছর মে মাসে বাজারে আসে অপো এ৩ স্মার্টফোন। অ্যান্ড্রয়েড . ওরিও অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি কালারওএস৫ চালিত ডিভাইসের ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। অ্যান্ড্রয়েডের কার্নেল কোডে নিরাপত্তা ত্রুটির কারণে যাতে ব্যবহারকারীদের ডিভাইসের নিয়ন্ত্রণ অন্য কেউ নিতে না পারে, সেজন্য সফটওয়্যার হালনাগাদ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মটো জি৩

 

গত বছর আগস্টে বাজারে আসে মটোরোলার মটো জি৩ স্মার্টফোন। অ্যান্ড্রয়েড . ওরিওচালিত ডিভাইসটির ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড . পাই পর্যন্ত হালনাগাদ পাবেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কার্নেল কোডে নিরাপত্তা ত্রুটির কারণে ঝুঁকিতে পড়েছেন মটো জি৩ স্মার্টফোন ব্যবহারকারীরা। তবে ত্রুটি সারাইয়ে এরই মধ্যে প্যাঁচ সরবরাহ করেছে গুগল।

 

সূত্র: গ্যাজেটস নাউ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন