গম ও ভুট্টা আমদানি কমিয়েছে ফিলিপাইন

বণিক বার্তা ডেস্ক

আফ্রিকার সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়ায় গম ভুট্টাসহ অন্যান্য খাদ্যশস্যের আমদানি কমিয়েছে ফিলিপাইন। ফলে আগামী বিপণন মৌসুমে খাদ্যশস্যের মোট আমদানি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর ম্যানিলা বুলেটিন।

ইউএসডিএর বৈদেশিক কৃষি সেবা বিভাগ থেকে প্রকাশিতগ্লোবাল এগ্রিকালচার ইনফরমেশন নেটওয়ার্ক-জিএআইএনশিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, গম মৌসুমে আমদানি বাড়লেও ২০১৯-২০ বিপণন মৌসুমে কমে আসবে। বিশেষ করে সময় দেশটির চাল, গম ভুট্টা আমদানি উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোয়াইন ফ্লুর ফলে চলতি মৌসুমে ফিলিপাইনের গম আমদানি পাঁচ লাখ টন কমে যেতে পারে। ভুট্টা আমদানি শতাংশ কমে দাঁড়াতে পারে সাত লাখ টনে।

পশুখাদ্য হিসেবে গম ভুট্টার ব্যবহার করে ফিলিপাইন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন