চিলিতে সুপারমার্কেটে অগ্নিকাণ্ডে নিহত ৩

বণিক বার্তা ডেস্ক

চিলিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে রাজধানী সান্তিয়াগোর একটি সুপারমার্কেটে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। বিক্ষোভের দ্বিতীয় রাতে ঘটনা ঘটে। খবর বিবিসি।

সান্তিয়াগোর মেয়র কার্লা রুবিলা সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তৃতীয় জন প্রাণ হারান। উল্লেখ্য, মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে লাতিন আমেরিকার দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এরই মধ্যে অতিরিক্ত ভাড়া বাতিল করলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় সরকারজরুরি অবস্থাঘোষণা করেছে রাতে কারফিউ জারি করেছে। পাশাপাশি রাজধানীতে সেনাসদস্য ট্যাংক মোতায়েন করা হয়েছে। ১৯৯০ সালে স্বৈরশাসক আগস্তে পিনোশের পতনের পর এই প্রথম সান্তিয়াগোর রাস্তায় সেনা মোতায়েন দেখা গেল।

বিক্ষোভের মধ্য দিয়ে লাতিন আমেরিকার তুলনামূলক অন্যতম স্থিতিশীল দেশটির ক্রমবর্ধমান উচ্চ জীবনযাপন ব্যয় নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের প্রতিফলন ঘটেছে।

এরই মধ্যে তিন শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এতে ১৫৬ জন পুলিশ সদস্য ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন