শ্লথ হয়ে পড়বে সৌদির প্রবৃদ্ধি

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর গালফ অঞ্চলের বৃহত্তম অর্থনীতি সৌদি আরব সবচেয়ে কম প্রবৃদ্ধির দেখা পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের (আইসিএইডব্লিউ) প্রতিবেদনে। চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে দশমিক শতাংশ। খবর অ্যারাবিয়ান বিজনেস।

চলতি বছরে দেশটির জ্বালানি তেল উত্তোলন লক্ষ্যমাত্রা কমিয়েছে অর্গানাইজেশন অব  দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ওপেকের জ্বালানি তেল উত্তোলনের সংশোধিত পূর্বাভাসের ফলে বহুমুখীকরণের বড় ধরনের প্রচেষ্টা সত্ত্বেও দেশটির অর্থনৈতিক তত্পরতা তেমন একটা চাঙ্গা হয়নি। অন্যদিকে দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা অর্জনে বেসরকারি খাতে দেশটির বিপুল কর্মসংস্থান সৃষ্টি খুবই জরুরি বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে দেশটির অর্থনীতি বহুমুখীকরণ ব্যবসায় পরিবেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়া অব্যাহতভাবে শ্লথ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে। প্রতিবেদনটি অক্সফোর্ড ইকোনমিক্সের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে আইসিএইডব্লিউ।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির তেলবহির্ভূত বেসরকারি খাত দশমিক শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে, যা আগের ছয় প্রান্তিকের মধ্যে সবচেয়ে দ্রুততর। অন্যদিকে ২০১৭ সালের ডিসেম্বরের পর দেশটির পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) চলতি বছরের জুনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি দশমিক শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটির প্রাথমিক পরিসংখ্যানে। একই সময় দেশটির তেল তেলবহির্ভূত উভয় খাতের কার্যক্রমও আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য বেড়েছে। উপরন্তু নিরেট অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎপাদন বৃদ্ধিকে দেশটির বেসরকারি খাতের নিয়োগ কার্যক্রমে রূপান্তর করার বিষয়টি এখনো তেমন একটা এগোয়নি বলে  জানিয়েছে আইসিএইডব্লিউ।

তবে স্থানীয়দের বেকারত্বের উচ্চহার ঠেকাতে দেশটির সরকার নিজেদের নীতিমালাকে সৌদীকরণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বেসরকারি খাতে দেশটির বিদেশী শ্রমিক বা কর্মী উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১৬ সালের শেষ থেকে এরই মধ্যে ১২ লাখের বেশি কর্মী দেশটির শ্রমবাজার ছেড়েছে। তবে বিদেশীরা সৌদি ত্যাগ করলেও আশানুরূপভাবে স্থানীয়দের জন্য কর্মসংস্থান বাড়েনি।

এদিকে দেশটির সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ সম্পর্কে মধ্যপ্রাচ্য, আফ্রিকা দক্ষিণ এশিয়া অঞ্চলের (এমইএএসএ) আইসিএইডব্লিউর পরিচালক বলেন, নিজেদের অর্থনীতি বহুমুখী ব্যবসায় পরিবেশ সার্বিকভাবে উন্নত করতে সৌদি সরকার এরই মধ্যে যেসব সংস্কার পদক্ষেপ বাস্তবায়ন করেছে, আমরা সেসবের উচ্চ প্রশংসা করি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন