এনায়েতুর রহমান বাপ্পী

ব্যাংকিং খাতের ইচ্ছাকৃত খেলাপি?

হাছান আদনান

ব্যবসা মিডিয়া জগতের রহস্যময় নাম এনায়েতুর রহমান বাপ্পী। সব সরকারের সময়েই তিনি প্রভাবশালী। সপরিবার থাকেন সিঙ্গাপুরে, জীবনযাপন রাজসিক। শিল্পে বিপুল বিনিয়োগ তার। একটি বেসরকারি টিভি চ্যানেলেরও মালিক তিনি। সব পরিচয় ছাপিয়ে তিনি একজন ঋণখেলাপি। ব্যাংকারদের ভাষায়, এনায়েতুর রহমান বাপ্পী দেশের ইচ্ছাকৃত ঋণখেলাপি। বর্তমানে তার প্রতিষ্ঠানগুলোর কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা প্রায় হাজার কোটি টাকা।

এনায়েতুর রহমান বাপ্পীর দাবি, তিনি ইচ্ছাকৃত ঋণখেলাপি নন। বণিক বার্তাকে তিনি বলেন, ব্যাংকারদের অসহযোগিতা চলতি মূলধনের অভাবে পরিস্থিতি তৈরি হয়েছে। এবি ব্যাংক তিন বছর ধরে আমাদের এলসি সুবিধা দেয়নি। পৃথিবীর সেরা মেশিনারিজ এনে কারখানায় স্থাপন করেছি। বিল্ডট্রেডের তিন প্রতিষ্ঠানই আমার সন্তানের মতো। কিন্তু ব্যাংকারদের কারণে আজ সন্তান অন্যের হাতে তুলে দিতে হচ্ছে।

বিল্ডট্রেড এনায়েতুর রহমান বাপ্পীর শিল্প গ্রুপের নাম। গ্রুপের তিন প্রতিষ্ঠান হলো বিল্ডট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বিল্ডট্রেড ফয়েলস লিমিটেড বিল্ডট্রেড কালার কোট লিমিটেড। তিন কোম্পানির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে হাজার ৭০০ কোটি টাকার বেশি। এর মধ্যে প্রায় হাজার ৫০০ কোটি টাকাই এবি ব্যাংক লিমিটেডের। মার্কেন্টাইল ব্যাংকের রয়েছে ৯২ কোটি টাকা। ৬৭ কোটি টাকা রয়েছে ব্যাংক এশিয়ার।

বিল্ডট্রেড গ্রুপের এসব ঋণই বিভিন্ন সময়ে খেলাপি হয়েছে। দীর্ঘ সময় খেলাপি থাকার পর সম্প্রতি এবি ব্যাংকের ঋণটি পুনঃতফসিলের উদ্যোগ নেয়া হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ঋণটি পুনঃতফসিল হয়েছে পাঁচবার। সর্বশেষ পুনঃতফসিলের পর এখনো কোনো কিস্তি পরিশোধ করা হয়নি। চারবার পুনঃতফসিলের পরও খেলাপি হয়ে গেছে ব্যাংক এশিয়ার ঋণ। এখন বিশেষ সুবিধার আওতায় পঞ্চম দফায় পুনঃতফসিলের প্রস্তাব দেয়া হয়েছে।

এনায়েতুর রহমান বাপ্পীর মালিকানায় রয়েছে চ্যানেল বড় বাজেট নিয়ে ২০১১ সালের এপ্রিল যাত্রা করা চ্যানেলটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভার্গো মিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানের নামে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ কোটি টাকা। খেলাপি হয়ে যাওয়ায় ২০১৭ সালে ঋণটি পুনঃতফসিল করা হয়েছিল। যদিও পুনঃতফসিলের পর এখন পর্যন্ত কোনো কিস্তি পরিশোধ করেননি এনায়েতুর রহমান বাপ্পী। বিল্ডট্রেড ভার্গো মিডিয়া মিলিয়ে এনায়েতুর রহমান বাপ্পীর প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় হাজার কোটি টাকা। বিশাল অংকের ঋণ আদায় নিয়ে দুশ্চিন্তায় আছেন ব্যাংকাররা।

বিল্ডট্রেডের মূল উদ্যোক্তা ছিলেন আশরাফুল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন