বেকহামকে কাভানির ‘না’

ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামি ২০২০ সালে খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিগে নিজেদের অভিষেক মৌসুম সামনে রেখে বেকহামের ইন্টার দলে টানতে চাইছেন ইউরোপের শীর্ষ লিগের বেশকিছু তারকাকে এমনকি বার্সেলোনার লিওনেল মেসি জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদোকে উড়িয়ে নেয়ার উচ্চাভিলাষও রয়েছে তার! যা- হোক, বেকহাম প্রস্তাব দিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে খেলা উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানিকে কিন্তু প্রস্তাবকে বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন কাভানি পিএসজি অধ্যায় শেষে তিনি ইউরোপেরই শীর্ষ কোনো লিগে খেলে যেতে চান

আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে কাভানির পিএসজি তার সঙ্গে চুক্তি নবায়ন না করলেও অবশ্য দল পেতে সমস্যা হবে না কেননা এরই মধ্যে তাকে কেনার আগ্রহ দেখিয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ইতালির জুভেন্টাস স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদও নাকি তাকে নিয়ে ভাবছে

ফরাসি পত্রিকা লাকিপ জানায়, কাভানিকে দলে টানার আগ্রহ প্রকাশ করেছে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইন্টার মায়ামি তবে মেজর লিগ সকারে নাম লেখাতে চলা মায়ামির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন

২০১৩ সালে ন্যাপোলি থেকে পিএসজিতে নাম লেখানোর পর লিগ ওয়ান জায়ান্টদের জার্সিতে দারুণ খেলে যাচ্ছেন কাভানি ছয় বছরের অধ্যায়ে ফরাসি জায়ান্টদের জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল অনবদ্য ফর্মে থাকায় সব সময়ই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর রাডারে থাকেন তিনি

পিএসজি কোচ টমাস টুখেল আশাবাদী, অন্যদের আগ্রহ থাকলেও পিএসজিতেই থাকবেন ৩২ বছর বয়সী কাভানি নিয়ে টুখেল বলেন, এসব নিয়ে কথা বলার সময় আসেনি আমি নিশ্চিত, এডি (কাভানি) নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলবে সে জানে, এটা তারই ক্লাব মুহূর্তে এডির ধারণা কী, তা আমার জানা নেই মৌসুমে আমি এডিকে ১০০% বিবেচনা করছি সে কয়েকটি সপ্তাহ খেলতে পারেনি লক্ষ্য, যত দ্রুত সম্ভব এডিকে সুস্থভাবে মাঠে ফিরিয়ে আনা

পিএসজির ইতিহাসে সর্বোচ্চ ১৯৫ গোলের মালিক কাভানি আবার ফ্রেঞ্চ লিগেও পিএসজির সর্বোচ্চ স্কোরার (১৩৬ গোল) ওই কাভানি চ্যাম্পিয়ন্স লিগ ফ্রেঞ্চ কাপেও পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা উরুগুইয়ানের দখলে এমন রত্নকে চিনতে ভুল করেননি টুখেল স্ট্রাইকারটিকে নিয়ে তার কথা, ক্লাবের পক্ষে সবচেয়ে বেশি গোল এডিরই সে খুবই গুরুত্বপূর্ণ আসলে এডি পাঁচ খেলোয়াড়ের একজন, যাদের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন