খুলনায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সভা

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোরে মানি লন্ডারিং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে এনজিওবিষয়ক ব্যুরো বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে সভার আয়োজন করা হয়। এতে বৈদেশিক অনুদানে পরিচালিত খুলনা বিভাগের ৬৫টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নির্বাহী প্রধান হেড অব ফিন্যান্স অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডেপুটি হেড ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব কেএম আব্দুস সালাম। তিনি বলেন, আন্তর্জাতিক দেশীয় পর্যায়ে মানি লন্ডারিং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশে যে ইতিবাচক অবস্থান রয়েছে, সেই ধারা অব্যাহত রাখার জন্য এনজিও প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে প্রচলিত মানি লন্ডারিং প্রতিরোধ সন্ত্রাসে অর্থায়নবিরোধী আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এনজিওসহ মোট ১৬ ধরনের প্রতিষ্ঠানকে রিপোর্টিং এজেন্সির আওতাভুক্ত করা হয়েছে। বিষয়ে সংশ্লিষ্ট সব এনজিওকে সর্বদা সতর্ক সচেতন থেকে সরকারের ভিশন ২০৪০ সফল করতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের কো-চেয়ার আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ। অনুষ্ঠানে এনজিওবিষয়ক ব্যুরো বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন