বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

 ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে গতকাল সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সাসটেইনেবল এগ্রিকালচার (আইসিএসএ)-২০১৯ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেম (বাউরেস) মালয়েশিয়ার সাবা বিশ্ববিদ্যালয় 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, কৃষিতে বাংলাদেশ দ্রুত উন্নতি করছে এবং তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনার কারণেই শেখ হাসিনার সরকারের যুগোপযোগী সিদ্ধান্তের কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর . লুত্ফুল হাসান বাউরেস পরিচালক অর্গানাইজিং কমিটির সভাপতি প্রফেসর . এমএএম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব প্রফেসর . শামসুল আলম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই এগ্রিবিজনেসের ম্যানেজিং ডিরেক্টর সিইও . এফএইচ আনসারী

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন