ভার্জিনিয়ায় বাড়তে পারে ভুট্টা-তুলার উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৃষি উৎপাদনকারী অঙ্গরাজ্য ভার্জিনিয়া। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এগ্রিকালচার স্ট্যাটিস্টিক সার্ভিস সম্প্রতি ভার্জিনিয়ার কৃষিপণ্য উৎপাদনের পূর্বাভাস দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, অঙ্গরাজ্যটিতে চলতি বছরে ভুট্টা তুলার উৎপাদনে চাঙ্গা ভাব বজায় থাকতে পারে। তবে সময় রাজ্যটির সয়াবিন উৎপাদনে মন্দা বজায় থাকতে পারে। খবর শোর ডেইলি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর ভার্জিনিয়ায় কোটি ৫৫ লাখ বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) ভুট্টা উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। প্রতি একরে কৃষিপণ্যটির ফলন হতে পারে ১৪৮ বুশেল, যা ২০১৮ সালের তুলনায় বুশেল বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে এবার ভুট্টা উৎপাদনের পূর্বাভাস কমানো হয়েছে। এবার দেশটির সম্মিলিত ভুট্টা উৎপাদন দাঁড়াতে পারে হাজার ৩৮০ কোটি বুশেলে, যা আগের বছরের তুলনায় শতাংশ কম। দেশটিতে চলতি বছর একরপ্রতি গড়ে ১৬৪ বুশেল ভুট্টার ফলন হতে পারে, যা ২০১৮ সালের তুলনায় বুশেল কম।

ভুট্টার সঙ্গে সঙ্গে চাঙ্গা ভাব বজায় থাকতে পারে তুলা উৎপাদনেও। রাজ্যটিতে এবার তুলা উৎপাদনের পূর্বাভাস করা হয়েছে লাখ ২০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড), যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। একরপ্রতি গড় ফলন ধরা হয়েছে হাজার ১৫ পাউন্ড, যা ২০১৮ সালের তুলনায় ১১৯ পাউন্ড বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের সম্মিলিত তুলা উৎপাদন দাঁড়াতে পারে কোটি ১৭ লাখ বেলে, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। একরপ্রতি দেশটির গড় ফলন ধরা হয়েছে ৮৩৩ পাউন্ড, যা ২০১৮ সালের তুলনায় ৩১ পাউন্ড কম।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন