কাশ্মীরে কোনো আন্দোলন চলবে না: পুলিশপ্রধান

বণিক বার্তা ডেস্ক

 জম্মু কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতির যতদিন না উন্নতি হচ্ছে এবং আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া না হচ্ছে, ততদিন সেখানে কোনো বিক্ষোভ-আন্দোলনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে সেখানকার পুলিশ প্রশাসন খবর এনডিটিভি

জম্মু কাশ্মীরের পুলিশপ্রধান দিলবাগ সিং জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ-আন্দোলন কাশ্মীরে চলবে না কাশ্মীরে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভও চলবে না বলে জানিয়েছেন তিনি ধরনের প্রতিবাদ-আন্দোলন থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন

গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বোন, মেয়েসহ ১২ জনের বেশি নারীকে বিক্ষোভ প্রদর্শনের সময় গ্রেফতার করা হয় রাজ্যের বিশেষ মর্যাদার অবসানের বিরুদ্ধে শ্রীনগরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা পরে বৃহস্পতিবার ব্যক্তিগত জামিনে তাদের মুক্তি দেয়া হয়

দিলবাগ সিং বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে ধরনের কোনো কর্মকাণ্ডের অনুমতি দেয়ার আগে উপত্যকায় আরো শান্তি ফিরিয়ে আনা

তিনি জানিয়েছেন, ওইদিন প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়া নারীদের হাতে থাকা কিছু প্ল্যাকার্ড খুব ভালো ছিল না এবং এতে অবশ্যই আইন-শৃঙ্খলা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ছিল এবং তাই ধরনের কাজের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতেই হবে

গ্রেফতার হওয়া নারীদের মধ্যে . আবদুল্লার বোন সুরাইয়া আবদুল্লা, তার মেয়ে সাফিয়া আবদুল্লা খান এবং জম্মু কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশিরও ছিলেন

শ্রীনগরের লাল চকের কাছে প্রতাপ পার্কে শান্তিপূর্ণ অবস্থানের জন্য প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই নারীরা জড়ো হয়েছিলেন তারা প্রতিবাদ জানানো শুরু করতেই পুলিশ ১২ নারীকে প্রতিরোধমূলক হেফাজতে নিয়ে যায় পরে তাদের গ্রেফতার করে কাছের থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়

দিলবাগ সিং বলেন, উসকানি শুধু কথার মাধ্যমেই আসে না, প্ল্যাকার্ডে লেখা শব্দের মাধ্যমেও দেয়া যায় শ্রীনগরে যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা রয়েছে, সেগুলোর প্রতি শ্রদ্ধা জানানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি পুলিশপ্রধান বলেন, নারী প্রতিবাদকারীদের আগেই আন্দোলন নিয়ে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল কিন্তু তারা তা নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি

দিলবাগ সিং বলেন, অবশ্যই এখন কোনো বিক্ষোভের অনুমতি দেয়া হবে না, পরিস্থিতির আরো উন্নতি হলে তবে আমরা ভেবে দ?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন