নাটোরে মহাসড়কে যানবাহন তদারকিতে ডিজিটাল ডিভাইস

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

 স্পিডগানের সাহায্যে মুহূর্তেই নির্ণয় হচ্ছে চলন্ত গাড়ির গতিবেগ আবার অ্যালকোহল ডিটেক্টর দিয়ে সেকেন্ডেই জানা যাচ্ছে চালক মাদকাসক্ত কিনা নাটোরে মহাসড়কে ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার শুরু করেছে হাইওয়ে পুলিশ সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তির ব্যবহার মহাসড়কে দুর্ঘটনা রোধ নিরাপদ ভ্রমণ নিশ্চিতের পাশাপাশি ট্রাফিক আইনসংক্রান্ত মামলার ভোগান্তি কমাবে

জানা গেছে, চারটি জাতীয় মহাসড়কের ১১০ কিলোমিটার অংশ পড়েছে নাটোরে এর মধ্যে দুটি মহাসড়কে এরই মধ্যে ডিজিটাল ডিভাইস ব্যবহার শুরু করেছে হাইওয়ে পুলিশ মহাসড়কগুলো হলো নাটোর-ঢাকা নাটোর-পাবনা বাকিগুলোতেও শিগগির ডিজিটাল ডিভাইস ব্যবহার শুরু হবে

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাটোর-পাবনা নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া-হাটিকুমরুল অংশে নিয়মিত অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহনের ড্রাইভার মাদকাসক্ত কিনা বা কী পরিমাণ মাদক গ্রহণ করেছে, তা নির্ণয় করতে ব্যবহার হচ্ছে অ্যালকোহল ডিটেক্টর মেশিন মহাসড়কে নির্ধারিত ৮০ কিলোমিটার গতিবেগের চেয়ে বেশি গতির যানবাহন শনাক্তে ব্যবহার করা হচ্ছে স্পিডগান মেশিন এছাড়া রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করে যানবাহনের কাগজ ঠিকঠাক আছে কিনা, তা পরীক্ষা করা হচ্ছে

ফেরদৌস উল আলম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমে আসবে হাইওয়ে পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়

হাবিব হোসেন নামের এক গাড়িচালক বলেন, অনেকে মাদক সেবন করে গাড়ি চালাতে আসে এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তবে হাইওয়ে পুলিশ ডোপ টেস্ট শুরু করায় ধরনের চালকরা সতর্ক হয়ে উঠেছে তারা আর মাদক নিয়ে গাড়িতে আসে না

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, যানবাহনবান্ধব মহাসড়ক নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করার ফলে খুব সহজেই হাইওয়ের যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে ফলে দুর্ঘটনা কমিয়ে এনে মহাসড়কে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে

বগুড়া হাইওয়ে সার্কেলের সিনিয়র এএসপি রায়হান ইবনে রহমান জানান, মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে যানবাহনবান্ধব মহাসড়ক নিশ্চিত করতে এখন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এতে করে দ্রুততম সময়ের মধ্যে যানবাহনের গতিবেগ, চালক মাদকাসক্ত কিনা এবং গাড়ির কাগজপত্র সব ঠিক আছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে এতে আমাদের বেশি সময়ের প্রয়োজন<

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন