তিন শতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল মেক্সিকো

বণিক বার্তা ডেস্ক

 বৈধ অনুমতিপত্র না থাকায় নারী-শিশুসহ তিন শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মেক্সিকো মেক্সিকো সীমান্ত হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই তারা দেশটিতে গিয়েছিলেন বলে জানা গেছে খবর রয়টার্স

গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর চুক্তির পরই পদক্ষেপ নিল দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) মেক্সিকোতে অবৈধভাবে অবস্থান করা অন্যদেরও পর্যায়ক্রমে ভারতে ফেরত পাঠানো হবে

এক বিবৃতিতে আইএনএম জানায়, আইএনএমের ইতিহাসে এটি একটি অভূতপূর্ব ঘটনাএকদিনে এত বিশালসংখ্যক মানুষকে একটি ট্রান্সআটলান্টিক ফ্লাইটে ফেরত পাঠানো হলো শুক্রবার ৩১০ ভারতীয় পুরুষ এক নারী দিল্লিতে এসে পৌঁছেছেন

ভারতীয় নাগরিকদের মেক্সিকোর আটটি প্রদেশ থেকে আটক করা হয়েছে; যার মধ্যে রয়েছে ওক্সাকা, বাজা ক্যালিফোর্নিয়া, ভেরাক্রুজ, ছিয়াপাস, সোনোরা, মেক্সিকো সিটি, দুরাঙ্গো টাবাস্কো

এক ভারতীয় কর্মকর্তা জানান, মেক্সিকো থেকে ফেরত আসা বেশির ভাগই পাঞ্জাবের বাসিন্দা তাদের কোনো ফৌজদারি অপরাধের ইতিহাস রয়েছে কিনা, তা অনুসন্ধান করবে পুলিশ

গত জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোকে হুঁশিয়ার করেন, যদি তারা দেশের ভেতর অবৈধ অভিবাসী চিহ্নিত করতে অভিযান না চালায়, তাহলে দেশটির সব আমদানি পণ্যে শুল্ক আরোপ করবেন তারপর দেশটির কর্তৃপক্ষ অবৈধদের চিহ্নিত করতে অভিযান শুরু করে

কেইটলিন ইয়াতেস নামে এক গবেষক জানান, মেক্সিকোতে ধরনের ফেরত পাঠানোর ঘটনা এই প্রথম এবং এটা চলতে থাকবে বলেই ধারণা করা হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন