বেলজিয়ামে কাতালান নেতা পুজদেমনের আত্মসমর্পণ

বণিক বার্তা ডেস্ক

 বেলজিয়ামের জুডিশিয়াল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন দুই বছর আগে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার ব্যর্থ স্বাধীনতা আন্দোলনের নেতা কার্লেস পুজদেমন চলতি সপ্তাহে তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা আবার সক্রিয় করার পর আত্মসমর্পণ করলেন সাবেক কাতালান প্রেসিডেন্ট খবর গার্ডিয়ান

এদিকে সোমবার স্পেনের সুপ্রিম কোর্ট কাতালোনিয়ার নয়জন স্বাধীনতাকামী নেতাকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে অঞ্চলটিতে বিক্ষোভ চলছে আদালতের রায়ের চারদিন পরও বিক্ষোভ অব্যাহত আছে বার্সেলোনাতেও বিশাল বিক্ষোভ সমাবেশ করা হয়েছে

জানুয়ারি ২০১৬ থেকে অক্টোবর ২০১৭ পর্যন্ত অঞ্চলটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন পুজদেমন কিন্তু কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে গণভোট আয়োজন এবং একতরফা স্বাধীনতা ঘোষণার অভিযোগে তাকে অপসারণ করে স্প্যানিশ সরকার এর পর গ্রেফতার এড়াতে বেলজিয়ামে আশ্রয় নেন তিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন