রেকর্ড ৭৫০ কোটি ডলারের ইইউ পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ

বণিক বার্তা ডেস্ক

 পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রেকর্ড ৭৫০ কোটি ডলার সমমূল্যের পণ্যে শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র শুল্কারোপের তালিকায় ফরাসি উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস, ফরাসি ওয়াইন স্কটিশ হুইস্কি রয়েছে খবর এএফপি

ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা) পর শুল্ক বাস্তবায়ন করা হয়েছে শুল্কারোপ নিয়ে আলোচনায় ইউরোপীয় কর্মকর্তা মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হওয়ার পর পদক্ষেপ বাস্তবায়ন করা হলো

এদিকে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যযুদ্ধ চলার মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সমর্থন পেয়েছে পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতির আরো অস্থিতিশীল হয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক লক্ষ্যের মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি স্পেনের বেসামরিক বিমান ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে আমদানির সময় উড়োজাহাজের জন্য অতিরিক্ত ১০ শতাংশ ব্যয় করতে হবে মূলত এয়ারবাস গড়ে তোলার পেছনে দেশগুলোর ভূমিকা রয়েছে

তবে এর বাইরে ফরাসি ওয়াইনের মতো বেশকিছু ভোগ্যপণ্যও শুল্কারোপের তালিকায় রয়েছে সাম্প্রতিক মাসগুলোয় পণ্যটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এসেছেন ট্রাম্প ফ্রান্স, স্পেন জার্মানির ওয়াইনের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে

শুল্ক বাস্তবায়নের বেশ কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনে বক্তব্য রাখার সময় ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লো মেয়ার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের গুরুতর পরিণতি ঘটবে

ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানিউচিনের সঙ্গেও বৈঠক করেন লো মেয়ার বৈঠকের পর সাংবাদিকদের মেয়ার বলেন, ইউরোপ পাল্টা পদক্ষেপ গ্রহণে প্রস্তুত এবং তা ডব্লিউটিওর কাঠামো অনুসরণ করেই বাস্তবায়ন করা হবে তিনি আরো বলেন, এসব সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উভয় দিক থেকেই অত্যন্ত নেতিবাচক পরিণতি ঘটবে

শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজারের সঙ্গে বৈঠকের কথা ছিল লো মেয়ারের ফরাসি অর্থমন্ত্রী আরো একটি বাণিজ্যযুদ্ধ শুরুর বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে সতর্কও করেছেন একই সঙ্গে সমস্যা সমাধানে আবারো আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন তিনি লো মেয়ার সাংবাদিকদের বলেন, যে মুহূর্তে বৈশ্বিক অর্থনীতি ক্রমে মন্থর হয়ে পড়ছে, সে সময় ধরনের কোনো সংঘাত এড়াতে সর্বাত্মক চেষ্টা করা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন