আইএমএফ কর্মকর্তা পর্যায়ের বৈঠক চলতি সপ্তাহে

চলমান বাণিজ্য উত্তেজনা ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল এজেন্ডা

বণিক বার্তা ডেস্ক

 দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে মিলিত হয়েছিলেন ৪৪ দেশের প্রতিনিধিরা যুদ্ধোত্তর বৈশ্বিক আর্থিক বিনিময় হারের একটি স্থিতিশীল ব্যবস্থা গড়ে তোলা বিধ্বস্ত ইউরোপের অর্থনীতি কীভাবে পুনর্নির্মাণ করা যায় এগুলোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন জড়ো হওয়া বিশ্ব নেতৃত্ব

ব্রেটন উডস সম্মেলনের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএফএফ) বিশ্বব্যাংক নতুন প্রতিষ্ঠিত আইএমএফের সদস্যরা একটি স্থির বিনিময় হার ব্যবস্থা প্রবর্তনে সম্মত হয়, যা সত্তরের দশক পর্যন্ত বলবৎ থাকবে বলে সিদ্ধান্ত হয়

এরই মধ্যে মেঘে মেঘে দিন অনেক দূর গড়ালেও আইএমএফের ভূমিকা বেড়েছে বৈ কমেনি চলতি সপ্তাহে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসছেন ওয়াশিংটনে

আইএমএফের বর্তমান সদস্য সংখ্যা ১৮৯ কিছু শর্ত পূরণের মাধ্যমে যেকোনো দেশ সংগঠনটির সদস্য হতে আবেদন করতে পারে সদস্যপদ লাভের জন্য নিজেদের অর্থনীতির বিভিন্ন তথ্য কোটা সাবস্ক্রিপশন নামে নির্দিষ্ট অংকের অর্থ জমা দিতে হয় যে দেশ যত ধনী, সে দেশের কোটা সাবস্ক্রিশন তত বেশি

আইএমএফের বিভিন্ন কাজের মধ্যে তিনটি পদক্ষেপ প্রধান হিসেবে উল্লেখ করা যায় এক. সংগঠনটি সদস্য দেশগুলোর অর্থনৈতিক আর্থিক কর্মকাণ্ড নজরদারি করা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক তত্পরতা সম্ভাব্য ঝুঁকি যাচাই করা দুই. সংগঠনটির একটি উপদেষ্টা কমিটি রয়েছে, যেটি সদস্য দেশগুলোকে নিজেদের অর্থনীতি উন্নয়নে সুপারিশ করে তিন. সদস্য দেশগুলোর জন্য স্বল্পমেয়াদি ঋণ সমস্যাজর্জরিত দেশগুলোকে সহায়তা দেয়াও সংগঠনটির অন্যতম কাজ

কোটা সাবস্ক্রিপশন থেকে যে অর্থ আসে, সাধারণত সেই তহবিল থেকেই আইএমএফ ঋণ দেয় সংস্থাটি ২০১৮ সালে আর্জেন্টিনাকে ঋণ দেয় হাজার ৭০০ কোটি ডলার, যা ওই বছরের সর্বোচ্চ

আইএমএফের বৈঠকে বিভিন্ন দেশের ব্যাংকার, সরকারি কর্মকর্তা কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অর্থনৈতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন সদস্য দেশগুলো নিজেদের পরিকল্পনার সঙ্গে আইএমএফের সিদ্ধান্তগুলো সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিতের চেষ্টা করেন এবারের বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে যাচ্ছে চলমান বাণিজ্য উত্তেজনা, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, শ্লথ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ঋণের মতো বিষয়গুলো

এদিকে আইএমএফের অর্জন মূল্যায়ন সহজ নয় বলে মন্তব্য করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ বেঞ্জামিন ফ্রিডম্যান তিনি বলেন, সংস্থাটির সফলতা মূল্যায়ন করা কঠিন কারণ বিকল্প কোনো সংগঠনের ভূমিকা এর চেয়ে কতটা খারাপ হতে পারত

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন