চুক্তির অপেক্ষায় জিএমের ৫০ হাজার শ্রমিক

জেনারেল মোটরসের (জিএম) সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির পক্ষে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (ইউএডব্লিউ) সুপারিশ সত্ত্বেও আরো এক সপ্তাহ ধর্মঘটে থাকতে পারেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা গত ১৬ সেপ্টেম্বর থেকে আন্দোলনরত শ্রমিকরা জিএমের প্রস্তাবে মতামত রাখার সুযোগ পাচ্ছেন

শ্রমিক ইউনিয়নটির সমঝোতাকারী কমিটি ইউএডব্লিউ নেতাদের কাছে প্রস্তাবিত চুক্তিটি গ্রহণের সুপারিশ করেছে নতুন সমঝোতা প্রস্তাবে বলা হয়েছে, এখন থেকে জিএমের শ্রমিকদের বেতন বাড়বে, জিএমের ব্যবস্থাপকদের চাপাচাপিতে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই স্বাস্থ্য বীমা সুবিধা পাবে এবং অস্থায়ী কর্মীরা যেন দ্রুততম সময়ের মধ্যে ভালো বেতনে স্থায়ী কর্মী হতে পারেন,  সে ব্যবস্থা করা হবে

আরো এক সপ্তাহ আন্দোলনে থাকলে ইউএডব্লিউর শ্রমিকরা তাদের বেতনের কোটি ৪০ লাখ ডলার খোয়াবেন

সূত্র: সিএনএন বিজনেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন