অর্থনৈতিক অগ্রগতিতে এসএমইর ভূমিকা

লীনা দিলরুবা

ব্যবসাকে খুব সহজ বিষয় মনে করার কারণ নেই ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় অনুষঙ্গ এর ঝুঁকির বিষয়টি বিনিয়োগ করলে লাভ-ক্ষতি দুই- হতে পারে ভাবনা মাথায় রেখে যে উদ্যোক্তা কাজে নামতে পারেন, তারই উচিত বিনিয়োগে এগিয়ে আসা

ব্যবসার রয়েছে নানা ধরন কেউ পণ্য বেচাকেনা করে, কেউ আমদানি-রফতানি করে কারো ব্যবসা জড়িত থাকে পণ্য উৎপাদনের সঙ্গে কেউ করে সেবাধর্মী ব্যবসা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে উল্লিখিত যেকোনো কিছুর সঙ্গে জড়িত ব্যক্তিকে আমরা উদ্যোক্তা বলতে পারি একজন সফল উদ্যোক্তা হতে হলে তার থাকতে হবে ঝুঁকি নেয়ার সাহস এবং প্রতিষ্ঠানের সামনের চেয়ারে বসে পুরো উদ্যোগটিকে পরিচালনা করার মতো দক্ষতা প্রত্যয় 

যিনি উদ্যোক্তা তিনিই যে নতুন উদ্যোগের পরিকল্পনাপ্রণেতা হবেন, তা না- হতে পারে কিন্তু উদ্যোক্তাকেই পরিকল্পনা বাস্তবায়নের রূপকার হতে হবে

যেকোনো ব্যবসা করতে গেলে বিনিয়োগের বিষয়টির সঠিক কর্মপরিকল্পনা থাকা দরকার ব্যবসা মানে শুধুই পুঁজি নয়, ব্যবসা একটি উদ্যোগও এখানে পুঁজির পাশাপাশি আপনি একটি ব্যবসায়িক পরিকল্পনাকেও বাস্তবায়ন করতে যাচ্ছেন সুতরাং আপনার কষ্টার্জিত পুঁজি কত বছরে লাভসহ উঠে আসবে, সে ধারণা মাথায় রেখে যেমন আপনি কাজ করবেন, পাশাপাশি যে কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, সেটি কতটা লাগসই এবং যুগোপযোগী, সেটিও আপনাকে মাথায় রাখতে হবে বর্তমানে যেকোনো ব্যবসার এটি একটি অন্যতম প্রধান ঝুঁকি প্রযুক্তিনির্ভর ব্যবসাগুলোয় প্রযুক্তির ঘন ঘন বাঁক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসার গতি-প্রকৃতিও বদলে যায় আবার নানা পলিসিসংক্রান্ত বিষয়গুলোর কারণেও বাড়তে বা কমতে পারে ঝুঁকির মাত্রা

এসএমই বা ক্ষুদ্র মাঝারি ব্যবসার মাধ্যমে কোনো নতুন উদ্যোগ গ্রহণ করে আপনি শুরু করতে পারেন আপনার স্বপ্নের প্রতিষ্ঠানের কার্যক্রম এসব ক্ষুদ্র ব্যবসার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এখানে একদিকে যেমন কম উৎপাদন সময়কালের সুবিধা গ্রহণ করা যায়, অন্যদিকে শ্রমঘন শিল্প হওয়ায় কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখা যায়

তবে যে ব্যবসা উদ্যোগই আপনি গ্রহণ করেন না কেন, প্রথমে নিশ্চিত হতে হবে সেটি দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু ব্যবসাকে নিরুৎসাহিত করা হয়েছে সুতরাং ব্যবসা উদ্যোগ গ্রহণ করার আগে প্রথমে খোঁজখবর করে নিশ্চিত হয়ে নিতে হবে আপনি যে উদ্যোগটি গ্রহণ করতে যাচ্ছেন, তা নিষিদ্ধ ব্যবসার তালিকাবহির্ভূত কিনা

ব্যবসা কর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন