নৃগোষ্ঠীর অস্তিত্বের কথা বলে ‘মাতব্রিং’

যশোর প্রতিনিধি

পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী মান্দি সম্প্রদায় সমতলের মানুষের আগ্রাসনে অস্তিত্ব সংকটে পড়া ভূমিজাতকদের প্রেম, বিরহ-বেদনা বংশপরম্পরার ভিটেমাটি থেকে উচ্ছেদের আর্তনাদের হূদয়স্পর্শী সংলাপ মাতব্রিং নাটকে বিবর্তনের প্রযোজনায় নাটকে ফুটিয়ে তোলা হয়েছে ভূমিজাতক মান্দি নৃগোষ্ঠীর নানা উপকথা

সাধনা আহমেদ রচিত মাতব্রিং নাটকটি তৃতীয় আন্তর্জাতিক নাট্য উৎসবে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয় এর নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক বিবর্তন যশোর-এর তিন দশকে পদার্পণ উপলক্ষে ১২ অক্টোবর আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি

উল্লেখ্য, গতকাল কলকাতার দুটি নাটক মঞ্চস্থর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সাতদিনব্যাপী নাট্য উৎসবের নাটক দুটি হলো চাঁদসওদাগর ফিরে পাওয়া

 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন