তিন মাসের সর্বোচ্চে গমের দাম

বণিক বার্তা ডেস্ক

 আন্তর্জাতিক বাজারে গমের দামে চাঙ্গা ভাব বজায় রয়েছে ধারাবাহিকতায় শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে গমের দাম বেড়ে তিন মাসের সর্বোচ্চে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের প্রধান গম উৎপাদনকারী অঞ্চলে হঠাৎ মাত্রাতিরিক্ত ঠাণ্ডা পড়েছে এতে উৎপাদন ব্যাহত হয়ে সরবরাহ সংকট তৈরির আশঙ্কায় দাম বেড়ে গেছে কৃষিপণ্যটির খবর রয়টার্স বিজনেস রেকর্ডার

সময় সিবিওটিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম আগের দিনের তুলনায় দশমিক শতাংশ বেড়ে ডলার ১৫ সেন্টে উন্নীত হয়, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ এর আগে ১৯ জুলাই খাদ্যপণ্যটির দাম দশমিক শতাংশ বেড়ে ডলার ৩০ সেন্টে বিক্রি হয়েছিল

এদিকে সময় সিবিওটিতে সয়াবিনের দাম বুশেলপ্রতি দশমিক শতাংশ বেড়ে দাঁড়ায় ডলার ৩০ সেন্টে ভুট্টার দাম দশমিক শতাংশ বেড়ে কেনাবেচা হয় ডলার ৯২ সেন্টে তবে কার্যদিবস শেষে উভয়ের গড় দাম আগের দিনের তুলনায় কমে আসে যথাক্রমে দশমিক শতাংশ দশমিক শতাংশ

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের কৃষি ব্যবস্থাপনাবিষয়ক অর্থনীতিবিদ ফিন জিবেল বলেন, বৈশ্বিক চাহিদা অনুপাতে আন্তর্জাতিক বাজারে গমের সরবরাহ বর্তমানে ঠিকই আছে তবে যুক্তরাষ্ট্রের প্রধান গম উৎপাদনকারী অঞ্চলে হঠাৎ অতিরিক্ত ঠাণ্ডা পড়ায় সাময়িকভাবে পণ্যটির সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে এর প্রভাবে দাম বেড়েছে পণ্যটির তবে দেশটিতে ঠাণ্ডার কারণে কী পরিমাণ গমের ক্ষতি হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি

উল্লেখ্য, গম উৎপাদন রফতানিকারক শীর্ষ দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান যথাক্রমে পঞ্চম তৃতীয় কারণে দেশটিতে পণ্যটি উৎপাদনের হ্রাস-বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) ইউএসডিএর তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে আগের বছরের তুলনায় গমের আবাদ কমে আসতে পারে তবে একরপ্রতি ফলন বেশি হওয়ায় সম্মিলিত উৎপাদন বাড়তে পারে এবার মোট কোটি ৮০ লাখ ৫২ হাজার একর জমিতে পণ্যটির আবাদ হতে পারে, যা আগের বছরের তুলনায় শতাংশ কম এবার দেশটিতে গমের একরপ্রতি ফলন হতে পারে ৫১ দশমিক বুশেল, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এর আগে ২০১৬ সালে একরপ্রতি ৫২ দশমিক বুশেল গম উৎপাদন করে রেকর্ড করেছিল দেশটি গত বছর যুক্তরাষ্ট্রে একরপ্রতি গমের ফলন হয়েছিল ৪৭ দশমিক

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন