পানীয় শেষে খাওয়া যাবে কাপও!

বণিক বার্তা অনলাইন

রেস্তোঁরা ও কফি হাউসগুলোয় চা-কফি ও অন্যান্য পানীয় পরিবেশনের জন্য প্লাস্টিক বা কাগজের তৈরি ওয়ান টাইম কাপ ও গ্লাস ব্যবহার করা হয়। ডিসপোজেবল এ কাপ ও গ্লাসগুলো ব্যবহারের পর যখন ফেলে দেয়া হয় তখন তা পরিবেশের ক্ষতি করে। আর তাই বর্তমানে খাবার এবং পানীয় পরিবেশন ও প্যাকেজিংয়ের ক্ষেত্রে পরিবেশবান্ধব উপায় অবলম্বনের প্রতি জোর দিচ্ছে অনেকেই।

সম্প্রতি ভারতের হায়দরাবাদ ভিত্তিক কোম্পানি জিনোমল্যাবস বায়ো প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে এমন এক ধরনের কাপ যাতে অনায়েসে যেকোনো ঠাণ্ডা ও গরম পানীয় পরিবেশন করা যাবে। আবার পানীয় শেষ করে কাপটিও কুড়মুড়িয়ে খেয়ে ফেলা যাবে। ভাবতে অবাক লাগছে তাইনা!

উৎপাদক প্রতিষ্ঠানের দাবি, প্রাকৃতিক শস্য থেকে তৈরি এ কাপ সম্পূর্ণ ভোজ্য ও সব ধরণের পানীয় ধরে রাখতে সক্ষম। হায়দরাবাদ ভিত্তিক বেসরকারী এ প্রতিষ্ঠান ‘ইট কাপ’ নামের এ কাপটি তৈরি করেছে ডিসপোজেবল অন্যান্য কাপের বিকল্প হিসাবে। তাদের যুক্তি, এই কাপ ব্যবহারের ফলে কাগজের কাপ তৈরির জন্য গাছ কাটতে হবে না ও এমন কোনো কাপ ব্যবহার করতে হবে না যা কিনা শরীরের জন্য ক্ষতিকর।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন