নিলামে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল্যবান যেসব স্মৃতি...

বণিক বার্তা অনলাইন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেন বেদনা আর রহস্যের আধার। তবে এখানেও খুঁজে পাওয়া যায় মানবতা, আবেগ, আশা, সাহস ও বীরত্বের গল্প। যুদ্ধ যখন শেষ হয় তখন বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয় যুদ্ধকালীন ব্যবহৃত নানান জিনিস। এগুলোর মধ্যে রয়েছে- ডায়েরি ও চিঠি থেকে শুরু করে গাড়ি অব্দি নানান কিছু। এসবের প্রত্যেকটিই বহন করছে যুদ্ধের স্মৃতি। পরবর্তীতে এগুলো চড়ামূল্যে নিলামে বিক্রি হয়। আগ্রহী ক্রেতারা আকাশচুম্বী দাম বুঝিয়ে কিনে নেন এসব জিনিস। এ নিয়েই এবারের আয়োজন-

উইন্সটন চার্চিলের স্নাফবক্স
স্নাফবক্স হচ্ছে- একধরনের ছোট অলঙ্কৃত পাত্র যাতে স্নাফ রাখা হয়। আর স্নাফ হলো এক প্রকার সুগন্ধময় তামাক। লন্ডনে জার্মানদের ঝটিকা অভিজান চলাকালীন উইন্সটন চার্চিল হাউজ অব কমন্সের দারোয়ানকে তার এই স্নাফবক্সটি দেন। স্নাফবক্সটি ২০০৬ সালের জুলাইয়ে ২৪ হাজার ডলারে নিলামে বিক্রি করে আমেরিকান বহুজাতিক কর্পোরেশন সথবি’স।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন