বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সৌদি প্রতিষ্ঠান একওয়া পাওয়ারের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রাকৃতিক গ্যাস বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সৌদি প্রতিষ্ঠান একওয়া পাওয়ারের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বৃহষ্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি সই হয়েছে

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিপিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ একওয়া পাওয়ারের চেয়ারম্যান মোহাম্মদ আবু নাইয়ান 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব . আহমদ কায়কাউস

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী প্রদত্ত ভিশন বাস্তবায়ন করতে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন এই সমঝোতার আলোকে প্রকল্পের সম্ভাব্যতা দ্রুত যাচাই করে নির্ধারিত সময়ের আগেই  বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করতে হবে

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ খাতের চলমান কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার আগামী কয়েক বছরের ভিতর অর্থায়ন প্রয়োজন ভিশন ২০৪১ বাস্তবায়নে যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ, জ্বালানি খাত এগিয়ে চলছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বৈদেশিক বিনিয়োগকে সরকার উৎসাহিত করছে সৌদি আরবের সঙ্গে বিদ্যুৎ খাতের চুক্তি দুদেশের সম্পর্ক উন্নয়নে কার্যকর অবদান রাখবে 

উল্লেখ্য, এর আগে ফেনীর সোনাগাজীতে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সৌদি কোম্পানি আলফানারের সঙ্গে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) সমঝোতা চুক্তি সই হয় সম্ভাব্যতা যাচাইও প্রায় সম্পন্ন হয়েছে জ্বালানি সহযোগিতার জন্য সৌদি কোম্পানি আরামকো সঙ্গে সমঝোতা চুক্তি প্রক্রিয়াধীন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন