পারিশ্রমিক কমছে বিপিএলে

ক্রীড়া প্রতিবেদক

 বঙ্গবন্ধু বিপিএল নিয়ে তৈরি হয়েছিল নানা ধরনের অনিশ্চয়তা একেক সময় একেক ধরনের গুঞ্জন সামনে আসছিল তবে এবার অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে বিপিএলের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্রগতি সম্পর্কে ধারণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেখানে নিবন্ধিত খেলোয়াড় সংখ্যা, কতজন বিদেশী কোচ আবেদন করেছেন এবং খেলোয়াড়দের পারিশ্রমিকসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি

বিপিএলের অগ্রগতি নিয়ে বিসিবি প্রধান, আজ (গতকাল) কয়েকটি ব্যাপার নিয়ে বসেছিলাম একটা ছিল, বিপিএল নিয়ে কোথায় আছি আমরা দেখলাম আজ যে ৩৯৩ জন খেলোয়াড় রেজিস্টার করেছে এবং আমরা যেসব খেলোয়াড় সাধারণত আমাদের বিপিএলে দেখে থাকি, তারা প্রায় সবাই তালিকাভুক্ত হয়েছে এছাড়া ৩৮ জন বিদেশী কোচ আবেদন করেছেন স্পন্সর নিয়ে পাপনের ভাষ্য, স্পন্সর দেখলাম এখন পর্যন্ত নয়টির মতো এসেছে প্রথম কথা হচ্ছে, খেলোয়াড়দের ব্যাপার তো ড্রাফটের মাধ্যমে ঠিক হবে, কোন দল কাকে নেবে এখানে তো আমাদের কিছু করণীয় নেই এখন আমাদের কাজ সাপোর্ট স্টাফগুলো তৈরি করা আমরা ঠিক করেছি, প্রত্যেকটি দলের সঙ্গে একজন করে বোর্ডের পরিচালককে আমরা নিয়োগ দেব দলের দায়িত্বে থাকবে সে এবং এরপর আমাদের কোচ থাকবে কোচ দেশী হতে পারে, বিদেশীও হতে পারে

সময় বিসিবি সভাপতি কথা বলেছেন খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও, যেহেতু বিসিবি নিজেরা করছে এটা, তাই পারিশ্রমিক আগের মতো অত বেশি হবে না, তবে খারাপও হবে না পারিশ্রমিকের ব্যাপারটি এখনই বলছি না একটু পরিবর্তন আসতে পারে, সেই কারণে এখনই চূড়ান্তটি বলে দেয়ার পর যদি আবার পরিবর্তন হয়, তাহলে তো সমস্যা এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে খুব একটা হেরফের নেই তবে একদম আগের মতো না, একটু কম আছে

বিপিএলের তারিখ পরিবর্তন করা হবে কিনা জানতে চাইলে নাজমুল হাসান বলেন, আমাদের মূল তারিখ পরিবর্তনের কোনো চিন্তাধারা নেই এখন পর্যন্ত তবে পাকিস্তান সফরের কথা মাথায় রেখে সময়মতো বিপিএল শেষ করতে চায় বোর্ড যদিও পাকিস্তান সফর নিরাপত্তা প্রতিনিধিদের রিপোর্টের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি তিনি বলেন, আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি তারিখ শুরু করার জন্য ড্রাফটের তারিখ আমরা আপাতত ঠিক করেছি  ১২ নভেম্বরের দিকে ভারতে টি-টোয়েন্টি <

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন