ফিরছে ক্লাব ফুটবলের উত্তাপ

আন্তর্জাতিক বিরতির পর এবার ফুটবল ফিরে আসছে ঘরোয়া লিগের উত্তেজনায় যেখানে কঠিন সব পরীক্ষায় নামবে দলগুলো প্রায় প্রত্যেকটা লিগ এখন শুরুর ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে পা রাখতে যাচ্ছে যেখানে দলগুলোর সামনে লক্ষ্য থাকবে নিজেদের জায়গা মজবুত করার আর লড়াইয়ে যারা পিছিয়ে পড়েছে, তাদের চ্যালেঞ্জ থাকবে বিরতিকে কাজে লাগিয়ে ফিরে আসার

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম আট ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল লিভারপুলের যেখানে আট ম্যাচের প্রত্যেকটি জিতে এখন সবার উপরে আছে অল রেডরা টানা জয়ের পথে একের পর এক রেকর্ডও ভেঙেছে তারা আন্তর্জাতিক বিরতি শেষে লিভারপুলের জন্য অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ যেখানে আগামী রোরবার লিভারপুল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের নিজেদের ইতিহাসে বেশ বাজে এক পর্ব অতিক্রম করছে ম্যানইউ ১২ নম্বরে থাকা ম্যানইউর পয়েন্ট অবস্থায় লিভারপুলের বিপক্ষে হারলে পরিস্থিতি আরো খারাপ হবে তবে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে ম্যাচটিই আবার ম্যানইউকে জাগিয়ে তুলতে পারে নতুন করে অবস্থা যেমনই হোক, দুই দলের লড়াইয়ে ফর্মের চেয়ে চাপ সামলানোটাই হয় কঠিন পরীক্ষার সেই পরীক্ষা উতরে গেলে নতুন করে নিজেদের ফিরে পেতে পারে ম্যানইউ

প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে টানা দুবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দুই নম্বরে থাকলেও সিটি লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে পয়েন্টের ব্যবধানে আট ম্যাচের দুটিতে হেরে সিটির পয়েন্ট এখন ১৬ এদিকে সিটির চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে আর্সেনাল ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লেস্টার এবং সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পাঁচ নম্বরে আছে চেলসি তবে বাজে অবস্থায় আছে টটেনহাম হটস্পার্স ১১ পয়েন্ট নিয়ে তারা আছে নম্বরে

লা লিগায় নানা উত্থান-পতনের মধ্যেও সেরা তিনে কোনো চমক নেই লিগে নড়বড়ে শুরুর পর ঘুরে দাঁড়ানো রিয়াল মাদ্রিদ আছে সবার উপরে আট ম্যাচে জয় ড্র নিয়ে সবার উপরে আছে লস ব্লাঙ্কোসরা দুই পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা তবে ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে দুই দল মুখোমুখি হওয়ার কথা রয়েছে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে সেই ম্যাচের ওপর লিগ টেবিলে দুই দলের অবস্থানের অনেক কিছুই নির্ভর করছে অবশ্য কাতালান অঞ্চলে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতির কারণে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন