জিপি অ্যাকসেলেরেটরের ষষ্ঠ পর্বের আবেদন গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

দেশের উদ্যোক্তাদের জন্য জিপি অ্যাকসেলেরেটরের ষষ্ঠ পর্ব উন্মুক্ত করেছে গ্রামীণফোন। স্টার্টআপদের কাছ থেকে আবেদনের আহ্বান করা হয়েছে। বিক্রয়যোগ্য কোনো পণ্য বা সেবা রয়েছে এমন প্রযুক্তি প্রতিষ্ঠান সিডস্টার’-এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রোগ্রামে অংশ নিতে পারবে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে জিপি অ্যাকসেলেরেটর প্রোগ্রামে। নিবন্ধন করতে হবে www.grameenphone.com/gpaccelerator ঠিকানায়।

জিপি অ্যাকসেলেরেটর একটি উদ্ভাবনী প্লাটফর্ম। এতে দেশী-বিদেশী প্রশিক্ষক ও বিশেষজ্ঞদের সহায়তায় সাড়ে চার মাস মেয়াদি কারিকুলামভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং প্রাথমিক মূলধন সংস্থান করে দেয়ার মাধ্যমে স্টার্টআপগুলোকে ব্যবসা শুরু করার উপযোগী করে গড়ে তোলা হয়। বাছাইকৃত স্টার্টআপগুলোকে মালিকানাস্বত্ব ছাড়াই মূলধন হিসেবে ৫০০০ ডলার প্রদান করা হবে। এছাড়া প্রতিটি স্টার্টআপকে ১১ হাজার ২০০ ডলার সমমানের অ্যামাজন ওয়েব সার্ভিস ক্রেডিট সহায়তা, জিপি হাউজে কাজের সুযোগ দেয়া হবে।

জিপি অ্যাকসেলেরেটর সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এ ঠিকানায় : https://www .facebook.com/gpaccelerator/

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন