হলে অবৈধ সিট উদ্ধারসহ ৬ দফা দাবি নিয়ে ঢাবিতে মানবন্ধন

বণিক বার্তা প্রতিনিধি, ঢাবি

বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রত্ব শেষ হওয়ার পরও দখল করে রাখা সিট পুনরুদ্ধার, ভর্তির পর প্রথম বর্ষ থেকেই হলে বৈধ সিট বরাদ্দ, গেস্টরুম বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা এ মানববন্ধন করে।

মানববন্ধনে মাহমুদুর রহমান সাজিদ নামের বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, প্রথম বর্ষ থেকে বৈধ সিট আমার অধিকার। প্রশাসন আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত রেখছে। এটা খুবই দুঃখজনক যে আজকে বৈধ অধিকারের জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে।

শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো- অবৈধভাবে সিট দখলকারীদের অবিলম্বে হল ত্যাগে বাধ্য করা, পলিটিকাল গণরুম বাতিল, সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, পলিটিক্যাল রুমের নামে রুম দখল না করা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন