বাংলাদেশ ও ইতালির বিমান বাহিনীপ্রধানের সাক্ষাৎ

বিমান বাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালির বিমান বাহিনীপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আলবার্তো রসো। সাক্ষাৎকালে বিমান বাহিনীপ্রধান ইতালির বিমান বাহিনীপ্রধানকে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ইতালির বিমান বাহিনীপ্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় এবং কিছু সময় অতিবাহিত করেন। এছাড়াও তারা পারস্পরিক দ্বিপাক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। গতকাল সকালে ইতালির বিমান বাহিনীপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন