নারায়ণগঞ্জে রেলওয়ের অভিযানে ৯ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা নয় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের নং রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেলওয়ের উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রেলস্টেশনের পশ্চিম পাশে রেলওয়ের প্রায় তিন একর জমি দখল করে গড়ে ওঠে একটি টিনশেড মার্কেট ফলের দোকান, জুতার দোকান, রেডিমেট জামাকাপড়ের দোকান, স্কুল ব্যাগের দোকান, বস্তিঘরসহ কাঁচা-পাকা নয় শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যবসা করে আসছিল একটি প্রভাবশালী মহল গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা নয় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় সময় রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা একটি মন্দিরের একাংশ ভেঙে দেয়া হয় বাকি স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মন্দির কমিটিকে সময় দেয়া হয়

তিনি বলেন, নারায়ণগঞ্জে রেলওয়ের আরো প্রায় ১০ একর জমি অবৈধ দখলদাররা দখল করে মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে এসব স্থাপনা আগামী তিনদিন টানা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে উচ্ছেদকৃত জমি যাতে আবার দখল হয়ে না যায়, সেজন্য মনিটরিং করা হবে কারণ নারায়ণগঞ্জ রেলস্টেশন প্রায় ১০০ বছরের পুরনো এটি ডাবল লাইন করার জন্য প্রকল্পের কাজ চলমান রয়েছে ওই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে

সময় রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হামিদউল্লাহ, সার্ভেয়ার ইকবাল মাহমুদ, কনসালট্যান্ট আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন