দুই কিলোমিটারে বরাদ্দ ১ কোটি ৮০ লাখ টাকা

সুনামগঞ্জে বিলম্বিত সংস্কারে সড়কের ৭ স্থানে ধস

বণিক বার্তা প্রতিনিধি সুনামগঞ্জ

 সুনামগঞ্জ সদরের মোহনপুর ইউনিয়ন থেকে পৈন্দা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার এর মধ্যে দুই কিলোমিটারের অবস্থা বেহাল হওয়ায় ওই অংশ সংস্কারে বরাদ্দ দেয়া হয় প্রায় কোটি টাকা ২০১৮ সালে শুরু হওয়া সংস্কার শেষ করার কথা ছিল গত জানুয়ারিতে কিন্তু এখন পর্যন্ত সংস্কারকাজের অর্ধেকও শেষ হয়নি এরই মধ্যে গত জুনের বন্যায় আগে থেকে ক্ষতিগ্রস্ত সড়কের অংশ আরো ক্ষতির শিকার হয় পানির তোড়ে ধসে যায় দুই কিলোমিটারের সাতটি স্থান

স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ে সংস্কারকাজ শেষ হলে সড়কটির অবস্থা হতো না মূলত সড়কের ক্ষতিগ্রস্ত অংশই জুনের বন্যায় সুরমা নদীর পানির তোড়ে ধসে গেছে অবস্থায় সড়কটি দিয়ে সরাসরি উপজেলা জেলা সদরের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না এতে বিপাকে পড়েছেন ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে পৈন্দা বাজারের ব্যবসায়ীসহ পৈন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, পৈন্দা সড়কের দুই কিলোমিটার সংস্কারের জন্য ২০১৮ সালে কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ হয় সংস্কারের কাজ পায় মেসার্স কাজী নাসিম উদ্দিন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানটি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি

পৈন্দাবাসীর অভিযোগ, এলজিইডি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বর্তমানে সড়কটি দিয়ে চলাচলে তাদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ধসের কারণে যানবাহনে পণ্য পরিবহন করতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা দুই কিলোমিটারে এখন হেঁটে চলাচল ছাড়া উপায় নেই অথচ সড়কটি উঁচু করার পাশাপাশি প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করা হলে ধস সৃষ্টি হতো না

জয়নগরবাজার হাজী গনিবক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ধস দেখা দেয়ার আগে তারা পুরান পৈন্দা থেকে বিভিন্ন যানবাহনে চলাচল করত কিন্তু ধসের পর থেকে বহুদূর হেঁটে স্কুলে যেতে হচ্ছে ফলে তাদেরকে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হতে হচ্ছে অনেক আগেই একইভাবে ছুটি শেষে বাড়ি ফিরতেও ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়

পৈন্দা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হুসনে মোবারক বলেন, সড়কের একাধিক স্থানে বড় বড় ভাঙা স্থানের কারণে মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ কাউকে হাসপাতালে নিতে দুর্ভোগ বাড়ছে কয়েক গুণ অথচ নির্ধারিত সময় শেষের কয়েক মাস পরও সড়কটি সংস্কার করা হচ্ছে না

পৈন্দাবাজারের ব্যবসায়ী

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন