গুরুদাসপুরে চার মাসে ৪০টি বাল্যবিবাহ বন্ধ

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

 নাটোরের গুরুদাসপুরে গত চার মাসে (জুন-সেপ্টেম্বর) ৪০টি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন একই সঙ্গে বাল্যবিবাহ ইভ টিজিং প্রতিরোধে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা

জানা গেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন যোগদানের পর বাল্যবিবাহ ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এজন্য একটি ফোন নম্বরও চালু করেন তিনি ওই নম্বরে বাল্যবিবাহ ইভ টিজিংয়ের বিষয়ে অভিযোগ দিলে নেয়া হয় তাত্ক্ষণিক ব্যবস্থা

চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান নয়াবাজার সরেজমিনে ওই বাজারে গিয়ে দেখা যায় বাল্যবিবাহ ইভ টিজিং প্রতিরোধকরণে সচেতনতামূলক একটি বিলবোর্ড বিলবোর্ডে বাল্যবিবাহ, ইভ টিজিং কী এবং এতে কী শাস্তির বিধান আছে তা উল্লেখ রয়েছে শুধু নয়াবাজার নয়, উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি বাল্যবিবাহ ইভ টিজিং প্রতিরোধে ইউএনও তমাল হোসেনের পরিকল্পনা অনুযায়ী বিলবোর্ড স্থাপন করা হয়েছে

শুধু তা- নয়, কখনো বরযাত্রী, কখনো কনেযাত্রী, কখনো আবার শিক্ষার্থী এবং কখনো সাধারণ মানুষ সেজে হানা দিচ্ছেন বাল্যবিবাহের অনষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে গত চার মাসে প্রায় ৪০টি বাল্যবিবাহ বন্ধ করেছেন তিনি

বখাটেদের ধরে আইনের আওতায় এনে কারাদণ্ড জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া প্রত্যেক মেয়েই এখন নিয়মিত স্কুলে যায় বখাটেদের উৎপাত আর দেখা যায় না এমনকি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া মেয়েদের এবং রাস্তাঘাটে বখাটেদের দ্বারা কেউ হয়রানির শিকার হচ্ছে কিনা সার্বক্ষণিক তা খোঁজখবর নেয়া হচ্ছে

সম্প্রতি চাপিলা ইউনিয়নের ধানুড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর নিজের অমতে বিয়ের প্রস্তুতি নেয় পরিবার পরে ওই ছাত্রী বাল্যবিবাহ প্রতিরোধ নম্বরে ফোন দিয়ে নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করে এবং তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় সাহসিকতার পুরস্কার

সূত্র জানায়, ইউএনও তমাল হোসেন চলতি বছরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বাল্যবিবাহ ইভ টিজিং প্রতিরোধে ইউএনও স্যারের নির্দেশে তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বলেন, চলনবিল অধ্যুষিত উপজেলায় বাল্যবিবাহ ইভ টিজিংয়ের হার অনেক বেশি যেহেতু ইভ টিজিং থেকেই বাল্যবিবাহের ঘটনা ঘটছে, তাই প্রথমে আমি বাল্যবিবাহ ইভ টিজিং নিয়ে কাজ শুরু করি সামাজিক আন্দোলনে বেশ সাড়াও পাচ্ছি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন