ত্রিশালে হোয়াইট ফিশ উৎপাদন

জমির মালিকদের সঙ্গে ইজারা চুক্তি করেছে বিচ হ্যাচারি

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা বহুমুখীকরণের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় হোয়াইট ফিশ (তেলাপিয়া, পাঙ্গাশ, কই, সরপুঁটিজাতীয় মাছ) উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বিচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা পর্ষদ। লক্ষ্যে উপজেলায় স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১০১ দশমিক ১৯ একর জমি ইজারা নিয়েছে তারা। কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জমির মালিকদের সঙ্গে পাঁচ বছর মেয়াদি ইজারা চুক্তি সম্পাদন করেছে। চুক্তির মেয়াদ হবে চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ২০২৪ সালের ১৫ অক্টোবর পর্যন্ত।

এর আগে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে চলতি বছরের এপ্রিলে বারামুডি, কোরাল, ইন্ডিয়ান স্যামনজাতীয় হোয়াইট ফিশ উৎপাদনের সিদ্ধান্ত নেয় বিচ হ্যাচারির পর্ষদ। এক্ষেত্রে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম (আরএএস) প্রযুক্তি ব্যবহার করা হবে, যার মাধ্যমে দুটি সমান ফেজে বছরে মোট হাজার ৪০০ টন মাছ উৎপাদন করা সম্ভব হবে। সিদ্ধান্তটি বাস্তবায়নে কোম্পানিটি নরওয়েভিত্তিক অ্যাকোয়াঅপটিমা এএস এর স্থানীয় এজেন্ট অ্যাজাইল রিসোর্সেসের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন