ষষ্ঠ গোল্ডেন সু পেলেন মেসি

বছরের পর বছর ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন লিওনেল মেসি ম্যাচের পর ম্যাচে করছেন গোলও তারই স্বীকৃতি পাচ্ছেন নিয়মিত কিছুদিন আগেই মেসি হাতে তুলেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার এবার মেসির পালকে যুক্ত হলো নতুন এক পালক যেখানে তিনি ষষ্ঠবারের মতো এবং টানা তৃতীয়বারের মতো জিতেছেন মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন সু পুরস্কার গত মৌসুমে ইউরোপিয়ান শীর্ষ লিগে সবচেয়ে বেশি গোল করার স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেলেন আর্জেন্টাইন সুপারস্টার ১৯৬৭ সালে চালু হওয়া পুরস্কারটা সবচেয়ে বেশিবার জিতলেন মেসিই

গোল্ডেন সু জয়ের পথে গত মৌসুমে মেসি লক্ষ্যভেদ করেছেন ৩৬ বার যেখানে তিনি তিন গোলে পেছনে ফেলেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে তালিকায় তিন নম্বরে আছেন সাম্পদোরিয়ার হয়ে ইতালিয়ান সিরি- লিগে ২৬ গোল করা ফাবিও কালিয়ারেল্লাকে

গতকাল পুরস্কার গ্রহণের সময় মেসির সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো দুই ছেলে থিয়াগো ম্যাতেও এবং সতীর্থ লুইস সুয়ারেজ জর্ডি আলবা স্পোর্টসমেইল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন