১ লাখ পাউন্ড ভিত্তিমূল্য ক্যাটাগরিতে বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল

শীর্ষ ক্যাটাগরিতে ৬ জনই বিদেশী

ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজনে আগামী বছর অনুষ্ঠিত হবে দ্য হানড্রেড ক্রিকেট টুর্নামেন্ট আট ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্টের ড্রাফট বা নিলাম আগামী রোববার ড্রাফটে মোট ৫৭০ জন ক্রিকেটার থাকছেন, যার মধ্যে বিদেশী ২৩৯ জন ঘরোয়া ৩৩১ জন

ড্রাফটের শীর্ষ ক্যাটাগরিতে ( লাখ ২৫ হাজার পাউন্ড) থাকা ছয়জনই বিদেশী তারা হলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার মিচেল স্টার্ক; ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, শ্রীলংকার লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা

বাংলাদেশের সাকিব আল হাসান তামিম ইকবাল রয়েছেন পরের লাখ পাউন্ড (প্রায় কোটি লাখ টাকা) ক্যাটাগরিতে, মুস্তাফিজুর রহমান ৬০ হাজার পাউন্ড (প্রায় ৬৫ লাখ টাকা) ক্যাটাগরিতে, লিটন দাস, ইমরুল কায়েস মুশফিকুর রহিম ৪০ হাজার পাউন্ড (প্রায় ৪৩ লাখ টাকা) ক্যাটাগরিতে স্থান পেয়েছেন কোনো ভিত্তিমূল্য না থাকলেও ড্রাফটের তালিকায় রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ মোহাম্মদ সাইফউদ্দিন এদের মধ্যে কেউ দল পেলে তারা ন্যূনতম ৩০ হাজার পাউন্ড কিংবা তার বেশি পাবেন

ইংল্যান্ডের ক্রিকেটাররা পারিশ্রমিক চাহিদায় বেশ রক্ষণশীলতার পরিচয় দিলেন স্থানীয় ৩৩১ জনের মধ্যে মাত্র ১৯ জন ভিত্তিমূল্য বেছে নিয়েছেন ইংল্যান্ডের মাত্র চারজন ৬০ হাজার পাউন্ড ক্যাটাগরিতে আছেন তারা হলেন জো ডেনলি, লিয়াম লিভিংস্টোন, সমিত প্যাটেল মার্ক উড এছাড়া সাতজন ৫০ হাজার পাউন্ড ক্যাটাগরিতেইয়ান বেল, স্যাম বিলিংস, মর্নে মরকেল, লিয়াম প্লাংকেট, ডেলরে রলিনস, ওলি স্টোন, রায়ান ডেন ডেসকাট এবং আটজন ৪০ হাজার ক্যাটাগরিতে কাইল অ্যাবট, ড্যানিয়েল বেল-ড্রামন্ড, গ্যারেথ হার্টে, রিচার্ড লেভি, ওয়েন ম্যাডসেন, হামিদউল্লাহ কাদরি, রাইলি রুশো হার্ডাস ভিলিওন

যাদের কোনো ভিত্তিমূল্য নেই তারা নিলামে আগেভাগে বিক্রি হবেন এসব ক্রিকেটারের মধ্যে উল্লেখযোগ্য নাম রবি বোপারা, লিয়াম ডসন, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, টাইমাল মিলস, রিস টপলি সম্প্রতি টি২০ ব্লাস্ট আসরে যারা ভালো করেছেন, তারা নিলামেও আলো কাড়বেন

কাউন্টিতে চুক্তিবদ্ধ অধিকাংশ খেলোয়াড়ই দ্য হানড্রেড টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আবার কাউন্টি চুক্তি নেই এমন কিছু ক্রিকেটারও ড্রাফটে থাকছেন যেমন মোহাম্মদ আজহারউল্লাহ, রিচার্ড অলিভার আজিম রফিক তবে অ্যালিস্টার কুক, রব ইয়েটস নিক ব্রাউনের মতো কিছু টেস্ট স্পেশালিস্ট টুর্নামেন্ট থেকে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন